রামুতে খড়ের স্তুপ ও টিনের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। গেলো শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরবিন্দু বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নুর আহমদ চলাচলের রাস্তা জবর দখল করার চেষ্টা করে আসছিলেন। পরে তিনি রামু থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর রামু থানা উভয় পক্ষকে ডেকে চলামান বিরোধ নিষ্পত্তির জন্য সার্ভেয়ার দ্বারা জায়গা পরিমাপ করে যার অংশ তাকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে সার্ভেয়ারের জায়গা পরিমাপ ও বিচার নিষ্পত্তি হওয়ার আগে নুর আহমদ চলাচলের মোট ৮০ ফুট দৈর্ঘ্যের ৪০-৪৫ ফুট দৈর্ঘ্য বরাবর টিনের বেড়া ও খড়ের স্তুপ (কুইজ্যা) বসিয়ে চলাচলের জায়গাটি জবর দখল করে নেয়। এতে পরবিন্দু বড়ুয়া বাধা প্রদান করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, হামলা ও খড়ের স্তুপ পুড়িয়ে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন নুর আহমদ।
এসব বিষয়ের সত্যতা জানতে অভিযুক্ত নুর আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব বিষয় অস্বীকার করেন।