ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। এতে জেলা সংসদের সিনিয়র যুগ্ম-আহবায়ক বাবলু দে’কে চেয়ারম্যান ও যুগ্ম-আহবায়ক মোহাইমিন উল্লাহ রানিমকে আহবায়ক করে ১০১ সদস্যের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।
রবিবার (০২ নভেম্বর) বিকোলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সভায় সবর্সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আগামী ২৩ ডিসেম্বর বিকেল ৩ টায় শহীদ দৌলত ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সময় নির্ধারণ হয়।
ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের আহবায়ক মুক্তাদিল বিল্লাহ জয়ের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রতুল বড়ুয়া কাব্যের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ।
সভায় অন্যান্যের মধ্যে জেলা সংসদের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবলু দে, যুগ্ম আহবায়ক মোহাইমিন উল্লাহ রানিম, সদস্য অন্তর হাসান আরিফ, শাওয়াল, সানি, ইসরাক, আনাস আবেদিন ইশাত, আকিব, রাসেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা পরিবেশক: 






















