কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক তাসনীম জাহান যোগদান করেছেন। তাসনীম জাহানকে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এর দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি এর আগে খুলনা জেলার ফুলতলা উপজেলার ইউএনও হিসাবে ২০২৩ সালের ২৫ জুন থেকে চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করছেন। বিসিএস (প্রশাসন) ৩৫তম ব্যাচের কর্মকর্তা তাসনীম জাহান ২০১৭ সালে সিভিল সার্ভিসে যোগ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনে সহকারী কমিশনার পদে চাকুরী জীবন শুরু করেন।
এরপর তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস,বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি),ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেন। তাসনীম জাহান চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চেচুরিয়া কুলিন পাড়ার মরহুম সিরাজুল কবিরের কন্যা।
টিটিএন ডেস্ক: 

























