কক্সবাজারের পেকুয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ঢাকসু’র ভিপি প্রার্থী জালালের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পেকুয়া প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সাংবাদিক এফ এম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, চট্টগ্রাম আদালতের এডিশনাল পিপি হাছান দ্দোলা মিনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ, কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, সাংবাদিক সোহেল আজিম, ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ হোছাইন, ছাত্র প্রতিনিধি হিরন সরওয়ারসহ আরো অনেকে।
এসময় বক্তারা ঢাকসুর ভিপি প্রার্থী জালালের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা বলেন, জালাল ছিলেন, পতিত স্বৈরাচার সরকারের আমলে নির্যাতিত ছাত্রনেতা। তার বিরুদ্ধে পতিত সরকার রাষ্ট্রদ্রোহ মামলাসহ গুম করে নির্যাতন করেছিলো।
এই আমলে এসে জালালকে গ্রেফতার করায় তারা নিন্দা জানান এবং দ্রুত মুক্তিসহ তার ছাত্রত্ব ফিরিয়ে দেয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে জালালের পরিবারের সদস্যসহ স্থানীয় নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।