কক্সবাজার শহরের পিটি স্কুলের সামনে থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত ব্যবসায়ী মোঃ আলমগীরকে টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকা উদ্ধার করেছে র্যাব।
এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম মোঃ রবিউল হাসান (১৯)৷ তার বাড়ি টেকনাফ সদরের বড় হাবিবপাড়া থানার ডেইল গ্রামে। বাবার নাম মৃত মতিউর রহমান।
র্যাব- ১৫ কক্সবাজারের সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- ২৫ অক্টোবর রাত ১০টার দিকে মোঃ আলমগীর (৩১) নামে এক ব্যবসায়ী কক্সবাজার পেীরসভার পিটি স্কুল রাস্তার মোড় থেকে নিখোঁজ হলে তার পরিবার কক্সবাজার সদর থানায় জিডি করেন৷ উক্ত ঘটনায় র্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং এক পর্যায়ে জানতে পারে যে, তাঁকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে।
ফলে র্যাব তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিক্টিমের অবস্থান শনাক্তের চেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকায় চিরুনী অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের সদস্যদের নিকট জিম্মি থাকা ভিকটিম মোঃ আলমগীরকে (৩১) উদ্ধার করে। অভিযান পরিচালানাকালীন সময়ে অপহরণকারী চক্রের এক সদস্য মোঃ রবিউল হাসানকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় কিন্তু অপর সদস্যগণ সুকৌশলে পালিয়ে যায় এবং তাদের আটকে বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানায় র্যাব।
বিশেষ প্রতিবেদক: 





















