চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্টার লাইন বাসে করে ট্রাভেল ব্যাগের ভিতরে করে কক্সবাজারে ঢুকছিলো ১২ কেজি গাঁজা। পথিমধ্যে
রামু ফুটবল চত্বর এলাকার আমতলিয়া পাড়ায় চেকপোস্ট স্থাপন করে র্যাব-১৫।
র্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে- সেই চেকপোস্টে ৮ নভেম্বর বিকেলে স্টার লাইন বাস থামিয়ে তল্লাশিকালেএফ-৩ ও এফ-৪ সিটে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানান যে তাদের ট্রাভেল ব্যাগের ভিতরে গাঁজা রয়েছে। পরবর্তীতে তল্লাশী করে ১ টি নীল সাদা ব্যাগের ভেতর খাকী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় দুইটি বান্ডেলে ৪ কেজি করে ৮ কেজি, এবং ১ টি খয়েরী রংয়ের কাধ ব্যাগের ভিতর খাকী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় ২টি বাটন ফোনসহ দুজন মাদক ব্যবসায়ী আটক হয়। তারা স্বামী-স্ত্রী।
আটককৃতরা হলেন- কক্সবাজার সদরের পিএমখালীর পরানীয়া পাড়ার মৃত সৈয়দ আমিনের ছেলে মেঃ রবিউল হোসেন (২৮) ও তার স্ত্রী রেহেলা আক্তার।
র্যাব-১৫ জানায়- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে এবং পলাতক আসামী ইউনূসকে গাঁজা সরবরাহ করে আসছে বলে স্বীকারোক্তি দিয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ ধৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : 
























