ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে: মানতে হবে পুলিশী নির্দেশনা, বার বন্ধ থাকবে শোক পালন: সাগরতীরের তারকা হোটেলগুলোতে থার্টি-ফার্স্টের আয়োজন বাতিল চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা রুমিন ফারহানা-নীরবসহ ৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সেন্টমার্টিনগামী জাহাজে যৌথ অভিযান কোস্টগার্ডের খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক খালেদা জিয়ার স্মৃতিচিহ্ন এবং একটি চেয়ার বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদার সেবাসঙ্গী ফাতেমা খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

টেকসই সমাধানে প্রত্যাবাসনের বিকল্প নেই/ রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে সেমিনার

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নির্ণয়ের লক্ষ্যে অংশিজনদের নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘ ইমার্জেন্ট ফিউচারস : কালেক্টিভ ফরসাইট এন্ড এডাপ্টিভ একশন’ শিরোনামে দিনব্যাপী সেমিনার।

রবিবার (১৬ নভেম্বর)  সকাল ৯ টা থেকে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়স্থ সম্মেলন কক্ষে শুরু হওয়া এই আয়োজন বিকাল ৫ টায় শেষ হয়।

কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) এবং ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সিজেএ বাংলাদেশ চাপ্টারের সভাপতি ফরিদা পারভীন চৌধুরী।

এসময় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান।

আয়োজকেরা জানান, দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশে তের লাখের বেশি রোহিঙ্গা বাস করায় পরিস্থিতি ক্রমই জটিল হচ্ছে। এ বাস্তবতায় সংকট মোকাবিলায় কী ধরনের প্রমাণভিত্তিক উদ্যোগ নেওয়া যেতে পারে—সেই পথনকশা খুঁজতেই অংশিজনদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে আলোচনার প্রধান বিষয়গুলো ছিলো – সংকট উত্তরণের সম্ভাব্য ও যৌক্তিক সমাধান,রোহিঙ্গাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা ঘিরে বর্তমান আলোচনার ধারা,জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে রোহিঙ্গা ইস্যুর উপস্থাপন,
এবং স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা।

সেমিনার প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথে এগোতে চায়, সে লক্ষ্যে আজকের এই আয়োজন ভূমিকা রাখবে। একই সঙ্গে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও মানবিক সুরক্ষা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার।’

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মোহসিন, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর, সাংবাদিক মোদ্দাছির ইসলাম, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ, জামায়াত প্রতিনিধি নুর আহমদ আনোয়ারী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন, ডব্লিউএফপির এম্মানুয়েলা, ইউএনএইচসিআরের মার্সেল কুলুন সহ আরো অনেকে।

এছাড়াও সেমিনারে শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা,সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা, রোহিঙ্গা কমিউনিটি লিডার, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা ও সংকট-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

This will close in 6 seconds

টেকসই সমাধানে প্রত্যাবাসনের বিকল্প নেই/ রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে সেমিনার

আপডেট সময় : ০৭:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নির্ণয়ের লক্ষ্যে অংশিজনদের নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘ ইমার্জেন্ট ফিউচারস : কালেক্টিভ ফরসাইট এন্ড এডাপ্টিভ একশন’ শিরোনামে দিনব্যাপী সেমিনার।

রবিবার (১৬ নভেম্বর)  সকাল ৯ টা থেকে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়স্থ সম্মেলন কক্ষে শুরু হওয়া এই আয়োজন বিকাল ৫ টায় শেষ হয়।

কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) এবং ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সিজেএ বাংলাদেশ চাপ্টারের সভাপতি ফরিদা পারভীন চৌধুরী।

এসময় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান।

আয়োজকেরা জানান, দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশে তের লাখের বেশি রোহিঙ্গা বাস করায় পরিস্থিতি ক্রমই জটিল হচ্ছে। এ বাস্তবতায় সংকট মোকাবিলায় কী ধরনের প্রমাণভিত্তিক উদ্যোগ নেওয়া যেতে পারে—সেই পথনকশা খুঁজতেই অংশিজনদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে আলোচনার প্রধান বিষয়গুলো ছিলো – সংকট উত্তরণের সম্ভাব্য ও যৌক্তিক সমাধান,রোহিঙ্গাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা ঘিরে বর্তমান আলোচনার ধারা,জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে রোহিঙ্গা ইস্যুর উপস্থাপন,
এবং স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা।

সেমিনার প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথে এগোতে চায়, সে লক্ষ্যে আজকের এই আয়োজন ভূমিকা রাখবে। একই সঙ্গে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও মানবিক সুরক্ষা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার।’

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মোহসিন, অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর, সাংবাদিক মোদ্দাছির ইসলাম, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ, জামায়াত প্রতিনিধি নুর আহমদ আনোয়ারী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন, ডব্লিউএফপির এম্মানুয়েলা, ইউএনএইচসিআরের মার্সেল কুলুন সহ আরো অনেকে।

এছাড়াও সেমিনারে শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা,সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা, রোহিঙ্গা কমিউনিটি লিডার, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা ও সংকট-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।