২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জেলায় এবছর এইচএসসিতে পাশের হার পাসের হার ৪৫ দশমিক ৩৯ শতাংশ। কক্সবাজার জেলায় গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৬ দশমিক ৬১ ।
ফলাফলে কক্সবাজারের অন্য সব কলেজগুলোকে পেছনে ফেলেছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। ৯৩ দশমিক ৭৫ শতাংশ পাশের হার নিয়ে জেলার শীর্ষে আছে কলেজটি। যেখানে পরিক্ষার্থী ছিলো ১৬ জন সেখান থেকে ১৫ জন পাশ করেছেন। অন্যদিকে কক্সবাজার কক্সবাজার সরকারি কলেজও ভালো ফলাফল করেছে। এ কলেজের পাশের ৮২ দশমিক ৯৯ শতাংশ ।
এবছর কক্সবাজারে এইচএসসিতে পাশের হারে অন্যান্য বছরের তুলনায় ভয়াবহ ধস নেমেছে বলে জানিয়েছেন শিক্ষাবিদেরা।
এদিকে গেলো বছরের মতো এবারও চকরিয়া কমার্স কলেজের কোনো শিক্ষার্থী পাশ করেনি।
শাহেদ হোছাইন মুবিন : 



















