ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটের সময় নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রোহিঙ্গা ক্যাম্প ৩ সেট প্রশ্ন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা: প্রাথমিকের প্রশ্ন ফাঁস চক্র কক্সবাজারে সক্রিয় সেন্টমার্টিনে ধরা পড়লো ৪৩ মণ লাল কোরাল : বিক্রি ১০ লাখ টাকায় কমলো শীতের দাপট: বাড়বে কবে? এসএসসি ৯৯ ব্যাচের পারিবারিক মিলন মেলা ১৬ জানুয়ারি এমপি প্রার্থী ‘ভাইরাল আবছার’কে ‘হত্যার হুমকি’ দাবি সত্য নয় ভারতে বন্দী জেলে পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদান ‎‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন পেকুয়ার কৃতিসন্তান ঢাবি শিক্ষার্থী মাহির কাইয়ুম বাইশারীতে অগ্নিকাণ্ডে চার পরিবারের সর্বস্ব পুড়ে ছাই ডজন মামলার আসামী কুতুবদিয়ার মুকুল আটক ভোটের আগেই এমপি হাসনাত! মঞ্জুরুল করতে পারবেন না নির্বাচন কেন কক্সবাজারকে শুধু জেলা হিসেবে দেখলে চলবে না হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক ১ লাখ টন লবণ আমদানির অনুমতি পেলো ২৩১ প্রতিষ্ঠান

চালের গুড়া ছাড়াও তৈরি করা যায় পাটিসাপটা, জেনে নিন রেসিপি

শীতকাল মানেই পিঠে-পুলির সময়। এই বাঙালির রান্নাঘরে তৈরি হয় নানা রকম শীতকালীন পিঠা। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাটিসাপটা। এই পিঠার প্রধান উপকরণ চালের পিঠা।

তবে ব্যস্ত জীবন আর চালের গুঁড়া জোগাড় করার ঝামেলায় অনেকেই পিঠা বানানো থেকে বিরত থাকেন।
তবে, চিন্তার কিছু নেই! চালের গুঁড়া ছাড়াও ময়দা-সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে মোলায়েম পাটিসাপটা। এই পিঠা ঠাণ্ডা হওয়ার পরও থাকবে নরম। চলুন, তাহলে জেনে নেওয়া যাক পাটিসাপটা তৈরির সহজ পদ্ধতি।

যা যা লাগবে

ময়দা- ২ কাপ
সুজি- ১ কাপ (মিহি দানা হলে ভালো হয়)
চিনি বা গুড়- স্বাদমতো (ব্যাটারের জন্য)
দুধ- পরিমাণমতো (ব্যাটার তৈরির জন্য)
লবণ- এক চিমটি
পুর তৈরির জন্য- ক্ষীর, সন্দেশ অথবা নারকেল কোরা ও গুড়ের পুর।

পিঠা তৈরির পদ্ধতি

ব্যাটার তৈরি : প্রথমে একটি বড় পাত্রে ময়দা, সুজি ও এক চিমটি লবণ মিশিয়ে নিন। এবার তাতে অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়ে একটি মসৃণ ব্যাটার বা গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন যাতে কোনো দলা পাকিয়ে না থাকে।

মিষ্টির জন্য এতে সামান্য চিনির গুঁড়া বা নলেন গুড় মিশিয়ে নিতে পারেন।
চালের গুঁড়া নেই বলে এই ধাপে সুজিকে ভিজিয়ে রাখা জরুরি। ব্যাটারটি ঢাকা দিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এতে সুজি ভিজে ফুলে উঠবে এবং পিঠে অনেক বেশি নরম হবে।

পুর তৈরি : ব্যাটার তৈরির পর কিছু সময় অপেক্ষার মাঝে ক্ষীর বা নারকেলের পুর তৈরি করে নিন।

যদি হাতে সময় কম থাকে, তবে দোকান থেকে আনা নরম পাকের সন্দেশও পুর হিসেবে ব্যবহার করা যেতে পারে।

পিঠে ভাজা : একটি নন-স্টিক প্যানে সামান্য ঘি বা তেল ব্রাশ করে নিন। প্যান গরম হলে এক হাতা গোলা দিয়ে চারদিকে ছড়িয়ে দিন। ওপরের অংশ শুকিয়ে এলে একপাশে পুর রেখে সাবধানে মুড়িয়ে নিন বা রোল করুন।

কেন এই পাটিসাপটা সেরা?

বিশেষজ্ঞদের মতে, চালের গুঁড়ার পাটিসাপটা অনেক সময় ঠাণ্ডা হলে শক্ত হয়ে যায়। কিন্তু ময়দা ও সুজির মিশ্রণে তৈরি এই পিঠে দীর্ঘক্ষণ নরম থাকে এবং ভাজার সময় প্যানে আটকে যাওয়ার ভয় থাকে না।

ব্যাটার যদি খুব ঘন হয়ে যায়, তবে ভাজার আগে সামান্য দুধ মিশিয়ে পাতলা করে নিন। আর পিঠে ভাজার সময় আঁচ সব সময় মাঝারি বা লো-তে রাখবেন।

সূত্র : টিভি৯ বাংলা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভোটের সময় নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রোহিঙ্গা ক্যাম্প

This will close in 6 seconds

চালের গুড়া ছাড়াও তৈরি করা যায় পাটিসাপটা, জেনে নিন রেসিপি

আপডেট সময় : ০১:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

শীতকাল মানেই পিঠে-পুলির সময়। এই বাঙালির রান্নাঘরে তৈরি হয় নানা রকম শীতকালীন পিঠা। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাটিসাপটা। এই পিঠার প্রধান উপকরণ চালের পিঠা।

তবে ব্যস্ত জীবন আর চালের গুঁড়া জোগাড় করার ঝামেলায় অনেকেই পিঠা বানানো থেকে বিরত থাকেন।
তবে, চিন্তার কিছু নেই! চালের গুঁড়া ছাড়াও ময়দা-সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে মোলায়েম পাটিসাপটা। এই পিঠা ঠাণ্ডা হওয়ার পরও থাকবে নরম। চলুন, তাহলে জেনে নেওয়া যাক পাটিসাপটা তৈরির সহজ পদ্ধতি।

যা যা লাগবে

ময়দা- ২ কাপ
সুজি- ১ কাপ (মিহি দানা হলে ভালো হয়)
চিনি বা গুড়- স্বাদমতো (ব্যাটারের জন্য)
দুধ- পরিমাণমতো (ব্যাটার তৈরির জন্য)
লবণ- এক চিমটি
পুর তৈরির জন্য- ক্ষীর, সন্দেশ অথবা নারকেল কোরা ও গুড়ের পুর।

পিঠা তৈরির পদ্ধতি

ব্যাটার তৈরি : প্রথমে একটি বড় পাত্রে ময়দা, সুজি ও এক চিমটি লবণ মিশিয়ে নিন। এবার তাতে অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়ে একটি মসৃণ ব্যাটার বা গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন যাতে কোনো দলা পাকিয়ে না থাকে।

মিষ্টির জন্য এতে সামান্য চিনির গুঁড়া বা নলেন গুড় মিশিয়ে নিতে পারেন।
চালের গুঁড়া নেই বলে এই ধাপে সুজিকে ভিজিয়ে রাখা জরুরি। ব্যাটারটি ঢাকা দিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এতে সুজি ভিজে ফুলে উঠবে এবং পিঠে অনেক বেশি নরম হবে।

পুর তৈরি : ব্যাটার তৈরির পর কিছু সময় অপেক্ষার মাঝে ক্ষীর বা নারকেলের পুর তৈরি করে নিন।

যদি হাতে সময় কম থাকে, তবে দোকান থেকে আনা নরম পাকের সন্দেশও পুর হিসেবে ব্যবহার করা যেতে পারে।

পিঠে ভাজা : একটি নন-স্টিক প্যানে সামান্য ঘি বা তেল ব্রাশ করে নিন। প্যান গরম হলে এক হাতা গোলা দিয়ে চারদিকে ছড়িয়ে দিন। ওপরের অংশ শুকিয়ে এলে একপাশে পুর রেখে সাবধানে মুড়িয়ে নিন বা রোল করুন।

কেন এই পাটিসাপটা সেরা?

বিশেষজ্ঞদের মতে, চালের গুঁড়ার পাটিসাপটা অনেক সময় ঠাণ্ডা হলে শক্ত হয়ে যায়। কিন্তু ময়দা ও সুজির মিশ্রণে তৈরি এই পিঠে দীর্ঘক্ষণ নরম থাকে এবং ভাজার সময় প্যানে আটকে যাওয়ার ভয় থাকে না।

ব্যাটার যদি খুব ঘন হয়ে যায়, তবে ভাজার আগে সামান্য দুধ মিশিয়ে পাতলা করে নিন। আর পিঠে ভাজার সময় আঁচ সব সময় মাঝারি বা লো-তে রাখবেন।

সূত্র : টিভি৯ বাংলা