ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ মহেশখালী উপজেলা শ্রমিকদল আপন মামার হাতে খুন শহরের শীর্ষ সন্ত্রাসী মুন্ন ঈদগাহ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনেক ষড়যন্ত্র হবে, সাবধান থাকতে হবে-খুনিয়া পালংয়ে লুৎফুর রহমান কাজল যারা জনগনের ভোটে নির্বাচিত হতে পারবেনা,তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে-হামিদুর রহমান আযাদ “একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়”—সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে সেনাপ্রধান:নাগরিক বান্ধব আচরণের মাধ্যেমে দায়িত্ব পালনের নির্দেশ ‘ক্যামেরায় গাঁথি: শান্তির গল্প ২০২৫’-এর প্রিমিয়ার শো ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত স্কিল শেখা কেন তরুণদের সবচেয়ে বড় বিনিয়োগ পেকুয়ায় প্রজন্ম লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২, উদ্ধার দেশীয় অস্ত্র ঈদগাঁও আ’লীগ নেতা চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ মহেশখালীতে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটির অনুমোদন চেয়ারম্যান পদে ফিরেই ধানের শীষে ভোট চাইলেন ইউনুস চৌধুরী

চালের গুড়া ছাড়াও তৈরি করা যায় পাটিসাপটা, জেনে নিন রেসিপি

শীতকাল মানেই পিঠে-পুলির সময়। এই বাঙালির রান্নাঘরে তৈরি হয় নানা রকম শীতকালীন পিঠা। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাটিসাপটা। এই পিঠার প্রধান উপকরণ চালের পিঠা।

তবে ব্যস্ত জীবন আর চালের গুঁড়া জোগাড় করার ঝামেলায় অনেকেই পিঠা বানানো থেকে বিরত থাকেন।
তবে, চিন্তার কিছু নেই! চালের গুঁড়া ছাড়াও ময়দা-সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে মোলায়েম পাটিসাপটা। এই পিঠা ঠাণ্ডা হওয়ার পরও থাকবে নরম। চলুন, তাহলে জেনে নেওয়া যাক পাটিসাপটা তৈরির সহজ পদ্ধতি।

যা যা লাগবে

ময়দা- ২ কাপ
সুজি- ১ কাপ (মিহি দানা হলে ভালো হয়)
চিনি বা গুড়- স্বাদমতো (ব্যাটারের জন্য)
দুধ- পরিমাণমতো (ব্যাটার তৈরির জন্য)
লবণ- এক চিমটি
পুর তৈরির জন্য- ক্ষীর, সন্দেশ অথবা নারকেল কোরা ও গুড়ের পুর।

পিঠা তৈরির পদ্ধতি

ব্যাটার তৈরি : প্রথমে একটি বড় পাত্রে ময়দা, সুজি ও এক চিমটি লবণ মিশিয়ে নিন। এবার তাতে অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়ে একটি মসৃণ ব্যাটার বা গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন যাতে কোনো দলা পাকিয়ে না থাকে।

মিষ্টির জন্য এতে সামান্য চিনির গুঁড়া বা নলেন গুড় মিশিয়ে নিতে পারেন।
চালের গুঁড়া নেই বলে এই ধাপে সুজিকে ভিজিয়ে রাখা জরুরি। ব্যাটারটি ঢাকা দিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এতে সুজি ভিজে ফুলে উঠবে এবং পিঠে অনেক বেশি নরম হবে।

পুর তৈরি : ব্যাটার তৈরির পর কিছু সময় অপেক্ষার মাঝে ক্ষীর বা নারকেলের পুর তৈরি করে নিন।

যদি হাতে সময় কম থাকে, তবে দোকান থেকে আনা নরম পাকের সন্দেশও পুর হিসেবে ব্যবহার করা যেতে পারে।

পিঠে ভাজা : একটি নন-স্টিক প্যানে সামান্য ঘি বা তেল ব্রাশ করে নিন। প্যান গরম হলে এক হাতা গোলা দিয়ে চারদিকে ছড়িয়ে দিন। ওপরের অংশ শুকিয়ে এলে একপাশে পুর রেখে সাবধানে মুড়িয়ে নিন বা রোল করুন।

কেন এই পাটিসাপটা সেরা?

বিশেষজ্ঞদের মতে, চালের গুঁড়ার পাটিসাপটা অনেক সময় ঠাণ্ডা হলে শক্ত হয়ে যায়। কিন্তু ময়দা ও সুজির মিশ্রণে তৈরি এই পিঠে দীর্ঘক্ষণ নরম থাকে এবং ভাজার সময় প্যানে আটকে যাওয়ার ভয় থাকে না।

ব্যাটার যদি খুব ঘন হয়ে যায়, তবে ভাজার আগে সামান্য দুধ মিশিয়ে পাতলা করে নিন। আর পিঠে ভাজার সময় আঁচ সব সময় মাঝারি বা লো-তে রাখবেন।

সূত্র : টিভি৯ বাংলা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপিকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ মহেশখালী উপজেলা শ্রমিকদল

This will close in 6 seconds

চালের গুড়া ছাড়াও তৈরি করা যায় পাটিসাপটা, জেনে নিন রেসিপি

আপডেট সময় : ০১:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

শীতকাল মানেই পিঠে-পুলির সময়। এই বাঙালির রান্নাঘরে তৈরি হয় নানা রকম শীতকালীন পিঠা। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাটিসাপটা। এই পিঠার প্রধান উপকরণ চালের পিঠা।

তবে ব্যস্ত জীবন আর চালের গুঁড়া জোগাড় করার ঝামেলায় অনেকেই পিঠা বানানো থেকে বিরত থাকেন।
তবে, চিন্তার কিছু নেই! চালের গুঁড়া ছাড়াও ময়দা-সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে মোলায়েম পাটিসাপটা। এই পিঠা ঠাণ্ডা হওয়ার পরও থাকবে নরম। চলুন, তাহলে জেনে নেওয়া যাক পাটিসাপটা তৈরির সহজ পদ্ধতি।

যা যা লাগবে

ময়দা- ২ কাপ
সুজি- ১ কাপ (মিহি দানা হলে ভালো হয়)
চিনি বা গুড়- স্বাদমতো (ব্যাটারের জন্য)
দুধ- পরিমাণমতো (ব্যাটার তৈরির জন্য)
লবণ- এক চিমটি
পুর তৈরির জন্য- ক্ষীর, সন্দেশ অথবা নারকেল কোরা ও গুড়ের পুর।

পিঠা তৈরির পদ্ধতি

ব্যাটার তৈরি : প্রথমে একটি বড় পাত্রে ময়দা, সুজি ও এক চিমটি লবণ মিশিয়ে নিন। এবার তাতে অল্প অল্প করে হালকা গরম দুধ দিয়ে একটি মসৃণ ব্যাটার বা গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন যাতে কোনো দলা পাকিয়ে না থাকে।

মিষ্টির জন্য এতে সামান্য চিনির গুঁড়া বা নলেন গুড় মিশিয়ে নিতে পারেন।
চালের গুঁড়া নেই বলে এই ধাপে সুজিকে ভিজিয়ে রাখা জরুরি। ব্যাটারটি ঢাকা দিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এতে সুজি ভিজে ফুলে উঠবে এবং পিঠে অনেক বেশি নরম হবে।

পুর তৈরি : ব্যাটার তৈরির পর কিছু সময় অপেক্ষার মাঝে ক্ষীর বা নারকেলের পুর তৈরি করে নিন।

যদি হাতে সময় কম থাকে, তবে দোকান থেকে আনা নরম পাকের সন্দেশও পুর হিসেবে ব্যবহার করা যেতে পারে।

পিঠে ভাজা : একটি নন-স্টিক প্যানে সামান্য ঘি বা তেল ব্রাশ করে নিন। প্যান গরম হলে এক হাতা গোলা দিয়ে চারদিকে ছড়িয়ে দিন। ওপরের অংশ শুকিয়ে এলে একপাশে পুর রেখে সাবধানে মুড়িয়ে নিন বা রোল করুন।

কেন এই পাটিসাপটা সেরা?

বিশেষজ্ঞদের মতে, চালের গুঁড়ার পাটিসাপটা অনেক সময় ঠাণ্ডা হলে শক্ত হয়ে যায়। কিন্তু ময়দা ও সুজির মিশ্রণে তৈরি এই পিঠে দীর্ঘক্ষণ নরম থাকে এবং ভাজার সময় প্যানে আটকে যাওয়ার ভয় থাকে না।

ব্যাটার যদি খুব ঘন হয়ে যায়, তবে ভাজার আগে সামান্য দুধ মিশিয়ে পাতলা করে নিন। আর পিঠে ভাজার সময় আঁচ সব সময় মাঝারি বা লো-তে রাখবেন।

সূত্র : টিভি৯ বাংলা