কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ঘুনিয়ায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘূনিয়া আবুলের ঘোনায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মেহরাজ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বন্য হাতিটির কিভাবে মৃত্যু হয়েছে তদন্ত চলছে বলে জানান তিনি।
স্থানীয় এমইউপি সদস্য জমির উদ্দিন জানায়, রাতে হাতিটি লোকালয়ে এসেছিল। তার বয়স আনুমানিক ৪০বছর হবে বলে ধারণা করছে বনবিভাগ। বিদ্যুতিক ফাঁদে তার মৃত্যু হয়েছে নাকি অন্য কারণে এখনো বলা যাচ্ছেনা।হাতিটি যে জায়গায় মারা গেছে আশপাশে ধানক্ষেতও নেই।