চকরিয়ায় জুলাই আন্দোলনে শহীদ আহছান হাবিবের কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ৷
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ফাঁসিয়াখালী ছড়ার কুল এলাকায় শহীদ আহছান হাবিবের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি ছড়ারকুল মাদ্রাসা রহমানিয়া হেফজ খানা এতিম খানার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ও স্থাপন করেন।
এরআগে সালাহউদ্দিন আহমদ পৌরসভার ১নং বাঁধ এলাকায় মাতামুহুরী নদীর উপর নির্মিত একটি কাঠের সেতুর উদ্বোধন করেন এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের স্থানীয় আলেম ওলামাদের মতবিনিময় সভায় যোগ দেন।এসময় তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিন ও খতিবেরা আগে রাষ্ট্র থেকে স্বীকৃত কোন ভাতা পেতেন না বা স্বীকৃতি পেতেন না।
এই প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দেশের আলেম সমাজকে রাষ্ট্রীয় ভাবে সম্মানিত করার ঘোষণা দিয়েছে তাদেরকে একটা ভাতা দেয়া হবে, সেই ভাতার পরিমাণ যাই হোক, রাষ্ট্রীয় তহবিল থেকে তাদের জন্য একটা ভাতা আসবে। সেই সাথে অন্যান্য ধর্মাবলম্বীর উপাসনালয়ে যারা কাজ করেন তাদেরকেও এইরকম ভাতা দেয়া হবে।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, যারা আলেম উলামাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য, কোন পরিকল্পনা না দিয়ে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে সেটা আপনাদের দেখতে হবে।
পরে তিনি ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন শেষে খুটাখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়াও মিলাদ মাহফিলে যোগদেন।এই সময় তিনি সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানান।
পরে সন্ধায় সালাহউদ্দিন আহমেদ পেকুয়া নিজ বাড়ির উদ্দেশ্যে রাওনা দেন।
সাইফুল ইসলাম সাইফ 






















