ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে ২৩৪ টি সংসদীয় আসনে নিজেদের একক প্রার্থী ঘোষণা করেছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় কক্সবাজারের ৪ টি আসনের মধ্যে ৩ টি’তে দলটির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
দুই দ্বীপ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি, তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণাকালে বলেন এই আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা দেওয়া হবে।
কক্সবাজার-৩ (সদর,রামু ও ঈদগাঁহ) আসনে বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল মনোনয়ন পেয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ দলের প্রতি অশেষ কৃতজ্ঞতা, ইনশাআল্লাহ কক্সবাজার ৩ আসনের জনগণ ধানের শীষকে জয়ী করবে।’
সীমান্তের দুই উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে সাবেক হুইপ ও এই আসন থেকে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী’কে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় মনোনয়ন পেয়ে তিনি ঢাকাপোস্ট’কে বলেন, ‘ আমি জনগণের রাজনীতি করি, উখিয়া-টেকনাফের মানুষের কল্যাণে দীর্ঘ জীবন কাজ করেছি এবং আগামীতেও করে যাব।’
২০০৮ সালের জাতীয় নির্বাচনে জেলার চারটি আসনের মধ্যে ৩ টিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছিলেন।
পতিত আওয়ামী লীগের আমলের অনুষ্ঠিত ২০১৪ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি তবে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনে প্রার্থী থাকলেও জয়লাভ করেননি কেউ।
জ্যেষ্ঠ প্রতিবেদক: 






















