কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১১ নভেম্বর বানিজ্য মন্ত্রণালয়ের একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২২ এর ১৭(১) ধারার আলোকে ব্যবসা, বানিজ্য ও সেবা খাতের স্বার্থে সংগঠনটি সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।
সে কারনে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭(১) ধারা এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২২ অনুযায়ী সংগঠনটি পুনর্গঠনের লক্ষ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে বানিজ্য মন্ত্রণালয়।
অফিস আদেশ পাওয়া পরপরই কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) এই সংগঠনের দায়িত্ব পাচ্ছেন।
নিয়োগকৃত প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করতে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মুহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : 
























