কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে কক্সবাজার সচেতন নাগরিক কমিটি জেলা প্রশাসক মো: আ.মান্নানের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে বলা হয়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক বর্তমানে এক ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনা ঘটছে, হারাচ্ছে বহু প্রাণ। অথচ এটি দেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। তাই দ্রুততম সময়ের মধ্যে এই সড়ককে ৬ লেনে উন্নীত করা অত্যাবশ্যক।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী,সচেতন নাগরিক কমিটির আহবায়ক এম আর মাহবুব, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন,সদস্য মিজানুর রহমান, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ ছৈয়দ, রাজনীতিবিদ হাফেজ নুর মোহাম্মদসহ অন্যান্যরা।
নিজস্ব প্রতিবেদক: 
























