জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কক্সবাজারে দুইদিন ব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. ইসরাফিল শাহীন। জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের থিয়েটার স্টাডিজ বিভাগের প্রধান স্বপন ভট্টাচার্য, ঝিনুক নাট্যকেন্দ্রের সভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কক্সবাজার উদীচীর সাধারণ সম্পাদক সৌরভ দেব।
“প্রাচ্য ও পাশ্চাত্য অভিনয় প্রশিক্ষণ” বিষয়ে দুইদিন ব্যাপী কর্মশালায় কক্সবাজারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৪৪জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। কর্মশালা সমন্বয় করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ইমরান হোসেন ও সানাউল হক। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক: 



















