চট্টগ্রামের মীরসরাই এলাকার ৬ বছরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ মকবুলকে কক্সবাজারের উখিয়া থেকে আটক করেছে র্যাব।
২ নভেম্বর বিকেলে র্যাব-৭ ও র্যাব-১৫ যৌথ অভিযান চালিয়ে জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ার গহীন পাহাড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ মকবুল (৬০) চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর রাঙামাটিয়া গ্রামের মৃত হামিদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও
সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- গোপন সূত্রে র্যাব জানতে পারে আসামি মকবুল তার দাড়ি কেটে ছদ্মবেশ ধারণ করে জালিয়াপালং সোনারপাড়ার গহীন পাহাড়ী এলাকায় অবস্থান করছে। পরে তাকে অভিযানে আটক করা হয়েছে৷
নিজস্ব প্রতিবেদক : 





















