কক্সবাজারে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সেমিনার আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২১,২২ ও ২৩ মে তিনদিনব্যাপী শহরের বায়তুশ শরফ জব্বারিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হবে।
এতে সংশ্লিষ্ট সকলকে স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণের আহবান জানান জেলা প্রশাসক।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী,প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমানসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জেলার ৯টি উপজেলার বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের বিজ্ঞান ও উদ্ভাবনী বিষয়ক স্টল স্থান পাবে বলে জানানো হয় সভায়। এ ছাড়া সপ্তাহটি যথাযথ ভাবে উদযাপনে বি়ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও উপকমিটি গঠন করা হয় ।