ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা পুলিশ হেফাজতে টেকনাফে ‘গলায় ফাঁস লাগানো’ যুবকের মরদেহ উদ্ধার প্রেমিকযুগল কে ‘অসামাজিক কাজে’ বাঁধা দেওয়ায় মহেশখালীতে যুবক খুন! টিপুকে ‘মধু ফাঁদে’ আনা হয় কক্সবাজার ছাত্রদের মিছিলে গুলি: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাকে ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া মুহুর্তেই পুড়ে গেলো সেন্টমার্টিনের দুটি ইকো রিসোর্ট চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার সেভ দ্যা হিউমিনিটির সম্মাননা পেলো রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী পদত্যাগ করলেন টিউলিপ আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সঠিক তথ্যসেবার বিকল্প নেই টেকনাফের পাহাড়ে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার পাকিস্তান থেকে চাল আমদানি করছে সরকার

সচিবালয়ে ফায়ার ফাইটারকে চাপা দেওয়া ট্রাক চালক ও সহকারী আটক

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • 137

সচিবালয়ের সামনে ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নকে (২৪) চাপা দেওয়া ট্রাকচালক বেলাল হোসেন সুমন ও তার সহকারী ফরহাদকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে দ্রুতগতির একটি ট্রাক নয়নকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গণপূর্ত অধিদফতরের সামনে জনতা তাদের আটক করে। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রাতে ট্রাক চালক সুমন (৩৫) ও সহকারী ফরহাদে (২০) আটক করে থানা আনা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফায়ার সার্ভিস জানান, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে একে একে আরও ১২টি ইউনিট যোগ করা হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টা চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সচিবালয়ে আগুন নেভানোর সময় রাত পৌনে ৩টার দিকে ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাক চাপায় গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী জানান, ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে পালানোর জন্য চালক ট্রাকের গতি বাড়িয়ে দেন। পরে ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় সচিবালয়ে আগুন দেখতে আসা শিক্ষার্থীরা ও জনতা ব্যারিকেড দেয়। পরে ট্রাক থামিয়ে চালক ও তার সহকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এসময় উত্তেজিত জনতা চালককে মারধর করতে চাইলে সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ২০২২ সালে ৬১তম ব্যাচে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক বাহিনীতে যোগ দেন। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। দুই ভাই-বোনের মধ্যে নয়ন ছিলেন ছোট।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিত থাকবেন।

ট্যাগ :

কুতুবদিয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

This will close in 6 seconds

সচিবালয়ে ফায়ার ফাইটারকে চাপা দেওয়া ট্রাক চালক ও সহকারী আটক

আপডেট সময় : ০৮:২৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সচিবালয়ের সামনে ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নকে (২৪) চাপা দেওয়া ট্রাকচালক বেলাল হোসেন সুমন ও তার সহকারী ফরহাদকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে দ্রুতগতির একটি ট্রাক নয়নকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গণপূর্ত অধিদফতরের সামনে জনতা তাদের আটক করে। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রাতে ট্রাক চালক সুমন (৩৫) ও সহকারী ফরহাদে (২০) আটক করে থানা আনা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফায়ার সার্ভিস জানান, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে একে একে আরও ১২টি ইউনিট যোগ করা হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টা চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সচিবালয়ে আগুন নেভানোর সময় রাত পৌনে ৩টার দিকে ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পারাপার হতে গিয়ে ট্রাক চাপায় গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী জানান, ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে পালানোর জন্য চালক ট্রাকের গতি বাড়িয়ে দেন। পরে ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় সচিবালয়ে আগুন দেখতে আসা শিক্ষার্থীরা ও জনতা ব্যারিকেড দেয়। পরে ট্রাক থামিয়ে চালক ও তার সহকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এসময় উত্তেজিত জনতা চালককে মারধর করতে চাইলে সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ২০২২ সালে ৬১তম ব্যাচে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক বাহিনীতে যোগ দেন। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। দুই ভাই-বোনের মধ্যে নয়ন ছিলেন ছোট।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিত থাকবেন।