রামু প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা বাঁকখালী মিলনায়তনে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পবিত্র রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন রাজারকুল আজিজুল উলুম মাদরাসার অধ্যক্ষ মো: মুহসেন শরীফ।
অনুষ্ঠানে রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিস নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাশেদুল ইসলাম বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজে লুকিয়ে থাকা নানা অপরাধ জনসম্মুখে তুলে আনে। তাইন সমাজ পরিবর্তনে সাংবাদিকদের সঠিক ও তথ্যবহুল সংবাদ তুলে ধরা জরুরি। এ সময় রামু প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের আহ্বান জানান ইউএনও রাশেদ।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল, রামু হাইওয়ে থানার ওসি নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, রামু উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কফিল উদ্দিন কবির, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আখতারুল আলম, রামু উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু নায়েম মোহাম্মদ হারুন, রামু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল হক, জামায়াতে ইসলামী ফতেখাঁরকুল ইউনিয়নের সভাপতি সৈয়দ সোহরাব হোসেন, জামায়াতে ইসলামী রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক সভাপতি মাষ্টার এনামুল হক, নাগরিক কমিটি রামু উপজেলার প্রতিনিধি আহসান জুবাইর।
এর আগে অনুষ্টানের উদ্বোধনী বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সাংগঠনিক ও প্রচার সম্পাদক এস, মোহাম্মদ হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোসাইন হেলালী,পবিত্র কোরআন তেলওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম ও খতিব এবং রহমানিয়া মাদরাসার ভাইস-প্রিন্সিপ্যাল মাওলানা নুরুল হাকিম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি হাফেজ আহমদ, বাফুপের সদস্য বিজন বড়ুয়া, প্রবীণ শিক্ষক মাওলানা বখতিয়ার আহমেদ, দুর্নীতি দমন সংস্থা রামু উপজেলার সভাপতি মাষ্টার মো. আলম, রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ্ সিকদার, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকিসহ প্রমুখ।