মহেশখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্যাহ্। প্রধান অতিথির বক্তব্যে তিনি ১৫ মার্চ শনিবার মহেশখালী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে আহবান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সাদেকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা: ফাহিম শাহারিয়ার শাওন, মেডিকেল অফিসার ডা: সৈকত বড়ুয়া মুন্না, স্যানিটারী-ইন্সপেক্টর রুপম কান্তি পাল, ফিল্ড সুপারভাইজার মীর কাশেম, ইসলামিক ফাউন্ডেশন মহেশখালী, পৌর নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জেএইচএম ইউনুস, ও সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিরা।
এসময় মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক জানান, সারাদেশের ন্যায় আগামী শনিবার মহেশখালী উপজেলায় নিকটস্থ কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৬৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।