টেকনাফের নোয়াখালীপাড়ায় বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটকের দাবী করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফা জানান, আটক কারবারির নাম মোঃ হানিফ (৪৮)। তিনি স্থানীয় ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি।
মঙ্গলবার (৩ জুন)দিবাগত রাত ১২ টা থেকে বুধবার (৪জুন)ভোর ৪ টা পর্যন্ত এই অভিযান পরিচলনা করা হয় বলে জানান সিরাজুল মোস্তফা।
মোস্তফা বলেন, মোঃ হানিফ (৪৮) ফিশিং ট্রলারে করে মাদক পাচারকারী চক্রের অন্যতম সদস্য। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় চার কক্ষবিশিষ্ট নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফা বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেছেন। ফিশিং ট্রলারে করে মাদক পাচার সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।