কক্সবাজার বিমানবন্দরে থেকে বিমানযোগে ঢাকা যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের পেট থেকে এক্স-রের মাধ্যমে নিশ্চিত হয়ে ইয়াবাসহ তাদের আটক করে বলে জানায় ডিএনসি।
আটককৃত ওই দুই নারী হলেন, টেকনাফের হ্নীলার জিম্মনখলী এলাকার উম্মে জমিলা (২৪) ও একই এলাকার উম্মে হাবিবা (১৮)। তারা সম্পর্কে একে অপরের আপন বোন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা দিদারুল আলম বলেন, ইয়াবা পাচারের উদ্দেশ্যে টেকনাফ উপজেলার হ্নীলা থেকে উম্মে হাবিবা ও বোন উম্মে জমিলা তাঁর স্বামীর শেখানো কৌশলে পেটে ইয়াবা বহন করে বিমানযোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের আটক করেন ডিএনসি।
জিজ্ঞাসাবাদে আটককৃত জমিলার পেটে ২ হাজার ইয়াবা এবং তার বোন হাবিবার পেটে ২ হাজার পিচ ইয়াবা বহন করে বলে স্বীকার করেন দু’জন। যা এক্স-রের মাধ্যমে নিশ্চিত হন ডিএনসি। প্রাথমিকভাবে জামিলার পেট থেকে ১ হাজার ও তাঁর বোনের পেট থেকে ৭’শ ইয়াবা উদ্ধার কর ডিএনসি।
ডিএনসির কর্মকর্তা দিদারুল আরো বলেন, জামিলা ও হাবিবাকে ইয়াবাসহ আটকের জন্য কৌশলগত কারণে জমিলার স্বামীকে ঢাকা যেতে সুযোগ করে দেন৷ পরবর্তীতে তাঁকেও ঢাকা থেকে আটক করেছেন বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা।
আটককৃত জমিলা অকপটে স্বীকার করে বলেন, ২০ হাজার টাকার বিনিময়ে তাঁর স্বামীর নির্দেশেই তিনি ইয়াবা পেটে করে ঢাকা নিয়ে যাচ্ছিলেন। ঢাকা কোথায় নিয়ে যাচ্ছেন এমন প্রশ্নে তিনি কোনো উত্তর দিতে পারেননি।