ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যরাতে চকরিয়ার সড়কে বিক্ষোভ নি’ষি’দ্ধ ছাত্রলীগের, খবর ছড়ালো ফেসবুকে! সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল এখন আমাদের লড়াই করতে হবে ‘ট্যাবলেটের’ বিরুদ্ধে- হাসনাত হাসপাতালে অসুস্থ জামায়াত আমির’কে দেখতে গেলেন মির্জা ফখরুল গণতান্ত্রিক শক্তির লড়াইয়ে আরামে আছেন দিল্লিওয়ালা: সালাহউদ্দিন আহমদ ‘সালাহউদ্দিন উঁচু্মানের নেতা, কটুক্তি’র সাহসদাতাদের মূল উৎপাটন করা হবে’ এনসিপি নেতা পাটোয়ারীকে গ্রেফতারের দাবী পেকুয়া বিএনপির ‘লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা কোন পদক্ষেপ নিলে এনসিপিই দায়ী’ সেনাবাহিনীর স্টিকারে রাজনৈতিক দলকে পরিবহন সহায়তা দেওয়া ‘সঠিক নয়’: আইএসপিআর লীগের ‘সেইম’ পরিণতির জন্য বিএনপিকে অপেক্ষা করতে বললেন এনসিপি নেতা মাসুদ! পাটোয়ারীর রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য খতিয়ে দেখা দরকার- সাবেক এমপি কাজল কারো নাম ধরেননি নাসীর, প্রতিবাদের ভাষা প্রত্যেকের রাজনৈতিক অধিকার’- বললেন এনসিপির সুজা “জুলাই জুলাই করিস না, জুলাই কারো বাপের না” বিএনপির তোপের মুখে ঈদগাঁও-চকরিয়ায় সমাবেশ করেনি এনসিপি গোপালগঞ্জে নতুন মামলা, চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬
পবিত্রতায় ভরা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন

জুমার দিনের আমল

প্রতিটি সপ্তাহে একবার আসে বিশেষ একটি দিন—জুমার দিন। ইসলাম ধর্মে শুক্রবারকে ‘সপ্তাহের সেরা দিন’ বলা হয়। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের মর্যাদা ও এর আমল সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

বিশেষজ্ঞ আলেমদের মতে, জুমার দিন শুধু নামাজের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এ দিনে কিছু নির্দিষ্ট আমল করলে গুনাহ মাফ এবং জান্নাত লাভের আশা করা যায়।

জুমার দিনের বিশেষ আমলসমূহ:

১. স্নান ও পরিস্কার-পরিচ্ছন্নতা:
রাসূল (সা.) বলেছেন, “যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সুন্দর কাপড় পরে, আতর ব্যবহার করে এবং নামাজে যায়, তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের রোজা ও নামাজের সওয়াব লেখা হয়।” (তিরমিজি)

২. সুন্নাত মোতাবেক পোশাক ও আতর ব্যবহার:
পরিষ্কার-পবিত্র অবস্থায় জুমার নামাজে অংশগ্রহণ করা সুন্নাত। নবী করিম (সা.) নিজে সাদা পোশাক পরতেন।

৩. সুরা কাহফ পাঠ:
হাদিসে আছে, “যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করে, তার পরবর্তী জুমা পর্যন্ত একটি নূর জ্বালানো হয়।” (বায়হাকি)

4. দরুদ শরিফ পাঠ:
জুমার দিন বেশি বেশি দরুদ শরিফ পাঠের নির্দেশ দিয়েছেন নবী (সা.)। এ দিনে পাঠ করা দরুদ সরাসরি তার দরবারে পৌঁছায়।

5. জুমার খুতবা মনোযোগসহ শ্রবণ ও নামাজ আদায়:
ইমামের খুতবা শ্রবণ করা ওয়াজিব। কথা না বলা ও মনোযোগ দিয়ে শোনা ফরজ নামাজের মতো গুরুত্বপূর্ণ।

6. দু’আ কবুলের সময় সন্ধানের চেষ্টা:
হাদিসে বলা হয়েছে, জুমার দিন একটি বিশেষ সময় আছে যখন মুমিন বান্দার দোয়া নিশ্চয়ই কবুল হয়। এই সময়টি নিয়ে আলেমদের মধ্যে ভিন্নমত থাকলেও অধিকাংশ মনে করেন, এটি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়।

7. সাধ্য অনুযায়ী সদকা-দান ও ভালো কাজ করা।

ট্যাগ :

মধ্যরাতে চকরিয়ার সড়কে বিক্ষোভ নি’ষি’দ্ধ ছাত্রলীগের, খবর ছড়ালো ফেসবুকে!

This will close in 6 seconds

পবিত্রতায় ভরা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন

জুমার দিনের আমল

আপডেট সময় : ০৫:৩৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

প্রতিটি সপ্তাহে একবার আসে বিশেষ একটি দিন—জুমার দিন। ইসলাম ধর্মে শুক্রবারকে ‘সপ্তাহের সেরা দিন’ বলা হয়। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের মর্যাদা ও এর আমল সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

বিশেষজ্ঞ আলেমদের মতে, জুমার দিন শুধু নামাজের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এ দিনে কিছু নির্দিষ্ট আমল করলে গুনাহ মাফ এবং জান্নাত লাভের আশা করা যায়।

জুমার দিনের বিশেষ আমলসমূহ:

১. স্নান ও পরিস্কার-পরিচ্ছন্নতা:
রাসূল (সা.) বলেছেন, “যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সুন্দর কাপড় পরে, আতর ব্যবহার করে এবং নামাজে যায়, তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের রোজা ও নামাজের সওয়াব লেখা হয়।” (তিরমিজি)

২. সুন্নাত মোতাবেক পোশাক ও আতর ব্যবহার:
পরিষ্কার-পবিত্র অবস্থায় জুমার নামাজে অংশগ্রহণ করা সুন্নাত। নবী করিম (সা.) নিজে সাদা পোশাক পরতেন।

৩. সুরা কাহফ পাঠ:
হাদিসে আছে, “যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করে, তার পরবর্তী জুমা পর্যন্ত একটি নূর জ্বালানো হয়।” (বায়হাকি)

4. দরুদ শরিফ পাঠ:
জুমার দিন বেশি বেশি দরুদ শরিফ পাঠের নির্দেশ দিয়েছেন নবী (সা.)। এ দিনে পাঠ করা দরুদ সরাসরি তার দরবারে পৌঁছায়।

5. জুমার খুতবা মনোযোগসহ শ্রবণ ও নামাজ আদায়:
ইমামের খুতবা শ্রবণ করা ওয়াজিব। কথা না বলা ও মনোযোগ দিয়ে শোনা ফরজ নামাজের মতো গুরুত্বপূর্ণ।

6. দু’আ কবুলের সময় সন্ধানের চেষ্টা:
হাদিসে বলা হয়েছে, জুমার দিন একটি বিশেষ সময় আছে যখন মুমিন বান্দার দোয়া নিশ্চয়ই কবুল হয়। এই সময়টি নিয়ে আলেমদের মধ্যে ভিন্নমত থাকলেও অধিকাংশ মনে করেন, এটি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়।

7. সাধ্য অনুযায়ী সদকা-দান ও ভালো কাজ করা।