কক্সবাজারে জাপান কারাতে এসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে সোবু ইপ্পন কোষ্টাল কারাতে চ্যাম্পিয়নশীপ।
শুক্রবার সকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়ামে দু’দিনব্যাপী চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণ ও প্রতিযোগীতার মাধ্যমে ক্রীড়াবিদদের দক্ষতা ও প্রতিভার বিকাশ পায়।এ ছাড়া জেলার সবধরনের ক্রীড়ার উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা করা হবে বলেও তিনি জানান।
জাপান কারাতে এসোসিয়েশনের জেলা সভাপতি তপন কুমার দত্তের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ,বাংলাদেশ কারাতে রেফারী এসোসিয়েশনের চেয়ারম্যান টুলু উশ সামস, জাপান কারাতে এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পদক উদয় শংকর পাল মিঠু,কারাতে ফেডারেশনের জেলা সভাপতি সিরাজুল হক,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী,বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য হারুন অর রশিদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় কারাতে প্রশিক্ষক,খেলোয়াড়সহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পরে করাতে প্রদর্শনী ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগীতায় কক্সবাজার ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, খুলনা ও ফরিদপুরের ১৬টি টীম অংশগ্রহণ করছে। যাতে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিচ্ছে মোট ২৪১ জন কারাতে খেলোয়াড়।