শনিবার পবিত্র ঈদ-উল-আযহা। সারা দেশের ন্যায় কক্সবাজারেও মুসলমানদের ধর্মীয় দ্বিতীয় প্রধান এ উৎসব পালনে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
শনিবার ঈদের দিন সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান জামাত। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই জামাতে প্রায় ২০ হাজার মানুষের ঈদের নামাজ আদায়ের সুবিধা রয়েছে।
পাশের বায়তুশ শরফ জামে মসজিদ মাঠে সকাল আটটায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। এ ছাড়া শহরের বদরমোকাম,সদর উপজেলা মসজিদসহ বিভিন্ন এলাকার মসজিদগুলোতে সকাল ৮ টা থেকে ৯টার মধ্যে জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।