কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জুমাবার (৬ নভেম্বর) সকালে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।
তিনি বলেন, যদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাদেরকে স্মরণীয় রাখতে নানামুখী উদ্যোগ নিতে হবে। ইতোমধ্যে আমি অনেক পরিবারের সঙ্গে দেখা করেছি। সাধ্যমত সহযোগিতাও দিয়েছি। জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মৃতিতে রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।
তিনি আরো বলেন, যেসব স্বৈরাচার নেতারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখলের মাধ্যমে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতোমধ্যে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।
লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. তৌহিদ হোসাইন চৌধুরী।
উপস্থিত ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যই হচ্ছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। সমাজের প্রত্যেক স্থরের মানুষ যেন সাম্য ও নায্যতার ভিত্তিতে সমান অধিকার পায় এটাই হউক ২৪ শে’র স্বাধীনতার চেতনা।
ইউনিভার্সিটি’র সহকারী পরিচালক (পি আর এন্ড মিড়িয়া) ইমাম খাইর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর কাজি মুস্তাইন বিল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হামিদুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আতাউল্লাহ খালেদ, আইন বিভাগের চেয়ারম্যান খান হাবিবা মুস্তারিন।
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নেতৃত্বেদাতা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সাহিদুল ওয়াহিদ সাহেদ, তারিন সুলতানা, সাজ্জাদ হোসাইন, এনামুল হক।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণমূলক গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন, জাহিদুল ইসলাম, নুরুল আবছার, তানজিম ও তিথি। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।