ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের স্বরণে টেকনাফে এনসিপি’র খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুলাই হ’ত্যা’কা’ণ্ড ইতিহাসের কলঙ্ক, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিন : খালেদা জিয়া” সিসিএন ও সিজেএন এর জয় হাসনাত-সারজিসকে ১০০ বার ফোন দিলেও রিসিভ করে না: শহীদ আবদুল্লাহর মায়ের অভিযোগ ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি: সিইসি নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় একই পরিবারের ১৩ জনসহ ৪৬ জনের মৃত্যু জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন : প্রধান উপদেষ্টা তারেক জিয়া দেশে ফিরছেন ২৮ জুলাই! কচ্ছপিয়ায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ইয়াবা বিক্রি: ইয়াবা’সহ ধৃত ভুট্টো সালাহউদ্দিন আহমদের জন্মদিনে কক্সবাজার জেলা ছাত্রদলের নানা আয়োজন কক্সবাজার সরকারি কলেজ একাউন্টিং ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানকে ফুলেল শুভেচ্ছা আগামী ২০ জুলাই থেকে শহীদ দৌলত ময়দানে হবে বৃক্ষ মেলা সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের ১ লক্ষ টাকা অনুদান গর্জনিয়ার বড়বিল থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার : পৃথক ঘটনায় দুজন আটক

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, নেইমার জুনিয়র বা বিশ্বজয়ী কাইলিয়ান এমবাপেকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করেছিল প্যারিস সেইন্ট জার্মেইন। তবে কাজ হয়নি, একবার ফাইনাল খেলেও অধরা শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি ফ্রান্সের ক্লাবটি। লুইস এনরিকে সেই কাজটি করে দেখালেন। ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন।

২০১৯-২০ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল পিএসজি। সেবার জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে ১-০ গোলে হেরেছিল এমবাপে-নেইমাররা। প্রথমবার শিরোপার কাছাকাছি গিয়েও আশা ভঙ্গের হতাশা নিয়ে ফিরতে হয়েছিল তাদের। তবে এবার আর সেটা হয়নি, বায়ার্নের মাঠে শিরোপা জিতে ফিরেছে ৫-০ গোলে।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় পিএসজির কাছে হারে এ নিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে হারল ইন্টার মিলান। ২০২৩ সালে ইস্তানবুলে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল বিশ্বজয়ী লৌতারো মার্টিনেজের দল। ওই ম্যাচে ইন্টারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছির সিটিজেনরা।

ম্যাচের শুরু থেকে আক্রমণের ধারায় সুফল পেতে খুব একটা সময় লাগেনি এনরিকের শিষ্যদের। ১২ মিনিটে লেফট উইং থেকে আক্রমণে ভিতিনহা বল দেন বক্সে দাঁড়ানো ডিজায়ার দুয়ের কাছে। হালকা ছোঁয়ায় দুয়ে বল ক্রস করেন রাইট উইংয়ে দাঁড়ানো আশরাফ হাকিমির দিকে। কোনোরকম প্রতিরোধ ছাড়াই বল জালে জড়ান হাকিমি। ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

ম্যাচের দ্বিতীয় গোল পেতে খুব বেশি দেরি হয়নি পিএসজির। এবার গোল করেন আগের গোলের অ্যাসিস্টে নাম লেখানো ডিজায়ার দুয়ে। এবার লেফট উইং থেকে বল ক্রস করেন দেম্বেলে, ডানপায়ের জোরালো শটে বল জালে জড়ান দুয়ে। বলে অবশ্য হালকা ডিফ্লেকশন ছিল ইন্টারের ফেডেরিকো ডি মার্কোর। ২০ মিনিটের মধ্যে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

বিরতির পর আবারও ঝলক দেখিয়েছেন ১৯ বর্ষী তারকা ডিজায়ার দুয়ে। ৬৩ মিনিটে পিএসজির তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন ফ্রান্সের তরুণ উইঙ্গার। ভিতিনহার লং বলের অ্যাসিস্টে ইয়ান সমারকে ফাঁকি দিয়ে ব্যবধান ৩-০ করার সাথে সাথে ম্যাচও নিজেদের নেয় পিএসজি।

পিএসজির তৃতীয় গোলের পর চতুর্থ গোল ১০ মিনিট পর। এবার গোল করেন কাভিচা ভারাসকেলিয়া, তার ৭৩ মিনিটের গোলে ইন্টারের হাত থেকে ম্যাচ পুরোপুরি বেরিয়ে যায়। জর্জিয়ান তারকার গোলে অ্যাসিস্ট করেন ওসমান দেম্বেলে, ৪-০ গোলে এগিয়ে যায় প্যারিস সেইন্ট জার্মেইন।

চার গোল দেয়ার পরও ইন্টার মিলানকে ছেড়ে কথা বলেনি পিএসজি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ম্যাচের পঞ্চম গোল করেন বদলি হিসেবে নামা মাইয়িলু। ব্রাডলি বারকোলার অ্যাসিস্টে ম্যাচের শেষ গোল আসার পর শেষ বাঁশি বাজাতে সময় নেননি রেফারি। নির্ধারিত ৯০ মিনিটের সময় শেষ হলে খেলা শেষ করে দেন রেফারি। ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন পিএসজি।

 

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদদের স্বরণে টেকনাফে এনসিপি’র খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

This will close in 6 seconds

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি

আপডেট সময় : ০৩:০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, নেইমার জুনিয়র বা বিশ্বজয়ী কাইলিয়ান এমবাপেকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করেছিল প্যারিস সেইন্ট জার্মেইন। তবে কাজ হয়নি, একবার ফাইনাল খেলেও অধরা শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি ফ্রান্সের ক্লাবটি। লুইস এনরিকে সেই কাজটি করে দেখালেন। ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন।

২০১৯-২০ মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল পিএসজি। সেবার জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে ফাইনালে ১-০ গোলে হেরেছিল এমবাপে-নেইমাররা। প্রথমবার শিরোপার কাছাকাছি গিয়েও আশা ভঙ্গের হতাশা নিয়ে ফিরতে হয়েছিল তাদের। তবে এবার আর সেটা হয়নি, বায়ার্নের মাঠে শিরোপা জিতে ফিরেছে ৫-০ গোলে।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় পিএসজির কাছে হারে এ নিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে হারল ইন্টার মিলান। ২০২৩ সালে ইস্তানবুলে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল বিশ্বজয়ী লৌতারো মার্টিনেজের দল। ওই ম্যাচে ইন্টারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছির সিটিজেনরা।

ম্যাচের শুরু থেকে আক্রমণের ধারায় সুফল পেতে খুব একটা সময় লাগেনি এনরিকের শিষ্যদের। ১২ মিনিটে লেফট উইং থেকে আক্রমণে ভিতিনহা বল দেন বক্সে দাঁড়ানো ডিজায়ার দুয়ের কাছে। হালকা ছোঁয়ায় দুয়ে বল ক্রস করেন রাইট উইংয়ে দাঁড়ানো আশরাফ হাকিমির দিকে। কোনোরকম প্রতিরোধ ছাড়াই বল জালে জড়ান হাকিমি। ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

ম্যাচের দ্বিতীয় গোল পেতে খুব বেশি দেরি হয়নি পিএসজির। এবার গোল করেন আগের গোলের অ্যাসিস্টে নাম লেখানো ডিজায়ার দুয়ে। এবার লেফট উইং থেকে বল ক্রস করেন দেম্বেলে, ডানপায়ের জোরালো শটে বল জালে জড়ান দুয়ে। বলে অবশ্য হালকা ডিফ্লেকশন ছিল ইন্টারের ফেডেরিকো ডি মার্কোর। ২০ মিনিটের মধ্যে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

বিরতির পর আবারও ঝলক দেখিয়েছেন ১৯ বর্ষী তারকা ডিজায়ার দুয়ে। ৬৩ মিনিটে পিএসজির তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন ফ্রান্সের তরুণ উইঙ্গার। ভিতিনহার লং বলের অ্যাসিস্টে ইয়ান সমারকে ফাঁকি দিয়ে ব্যবধান ৩-০ করার সাথে সাথে ম্যাচও নিজেদের নেয় পিএসজি।

পিএসজির তৃতীয় গোলের পর চতুর্থ গোল ১০ মিনিট পর। এবার গোল করেন কাভিচা ভারাসকেলিয়া, তার ৭৩ মিনিটের গোলে ইন্টারের হাত থেকে ম্যাচ পুরোপুরি বেরিয়ে যায়। জর্জিয়ান তারকার গোলে অ্যাসিস্ট করেন ওসমান দেম্বেলে, ৪-০ গোলে এগিয়ে যায় প্যারিস সেইন্ট জার্মেইন।

চার গোল দেয়ার পরও ইন্টার মিলানকে ছেড়ে কথা বলেনি পিএসজি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ম্যাচের পঞ্চম গোল করেন বদলি হিসেবে নামা মাইয়িলু। ব্রাডলি বারকোলার অ্যাসিস্টে ম্যাচের শেষ গোল আসার পর শেষ বাঁশি বাজাতে সময় নেননি রেফারি। নির্ধারিত ৯০ মিনিটের সময় শেষ হলে খেলা শেষ করে দেন রেফারি। ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন পিএসজি।