চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ বিএনপি নেতা নুরুল আলম প্রকাশ নুরু চেয়ারম্যানের (৮৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (১১ এপ্রিল) ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, প্রবীণ বিএনপি নেতা নুরুল আলমের মৃত্যুতে বিএনপি একজন বিশ্বস্থ সহকর্মীকে হারিয়েছে। চকরিয়া উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে নুরুল আলম নুরু চেয়ারম্যানের ত্যাগ ও অবদান অনস্বীকার্য উল্লেখ করে বিবৃতিতে তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্যেখ্য নুুুরুল আলম নুরু চেয়ারম্যান ১০ এপ্রিল দিবাগত রাত ০১ টার দিকে বার্ধক্যজনিত রোগে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যবরন করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে যান। নুরুল আলম নুরু চেয়ারম্যান উত্তর হারবাং চেয়ারম্যান পাড়ার আব্দুল করিমের পুত্র। শুক্রবার বিকাল ৫ টায় উত্তর হারবাং উলুমে দ্বীনিয়াহ মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হয়।
মরহুম নুরুল আলম হারবাং ইউনিয়নের দুই মেয়াদে চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি এবং চকরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি ছিলেন। আমৃত্যু তিনি চকরিয়া উপজেলা বিএনপির উপদেষ্ঠা কমিটির সদস্য ছিলেন।