ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে: মানতে হবে পুলিশী নির্দেশনা, বার বন্ধ থাকবে শোক পালন: সাগরতীরের তারকা হোটেলগুলোতে থার্টি-ফার্স্টের আয়োজন বাতিল চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা রুমিন ফারহানা-নীরবসহ ৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সেন্টমার্টিনগামী জাহাজে যৌথ অভিযান কোস্টগার্ডের খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক খালেদা জিয়ার স্মৃতিচিহ্ন এবং একটি চেয়ার বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদার সেবাসঙ্গী ফাতেমা খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

পেকুয়ায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া রুপালী বাজার পাড়ায় ১১ একর লবণমাঠের বিরোধকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় ১৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এছাড়া মামলায় ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত সোমবার (২৪ মার্চ) রুপালী বাজার পাড়ার নুরুন্নবীর পুত্র মোহাম্মদ ইসমাঈল বাদী হয়ে পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন:
উজানটিয়া ইউপির মালেক পাড়ার মৃত ছাদেক আহমদের পুত্র মোহাম্মদ আবু (৩৫), মৃত আবুল কাসেমের পুত্র ফরহাদ ইকবাল (৪০), তার ভাই নেওয়াজ (৩৩), রিমন (৪৫), মৃত হাবিবুর রহমানের পুত্র সাইফুল ইসলাম (৪০), মৃত বন্দন আলীর পুত্র সুমন (৫০), আবু তাহেরের পুত্র মো. জায়েদ (৩৩), তার ভাই সায়েদ (৩৫), মৃত নুরুল হকের পুত্র লুৎফুর রহমান (৫৫), মৃত জাফর আলমের পুত্র জোমলাত (৪০), মৃত ছৈয়দ আহমদের পুত্র আরিফ আহমদ (৬০), মৃত আক্কাসের পুত্র মো. জাবেল (৪০), মৃত মনির আহমদের পুত্র আরফাত (৩৮) ও মৃত বাহাদুরের পুত্র নবাব শরীফ (৩০)।

জানা গেছে, গত ২৪ মার্চ সকালে ১১ একর লবণমাঠ দখলকে কেন্দ্র করে রুপালী বাজার পাড়ায় নিরস্ত্র নারী-পুরুষের ওপর অতর্কিত গুলি ছোঁড়ে প্রতিপক্ষের লোকজন। মালেক পাড়ার মোহাম্মদ আবু ও ফরহাদ ইকবালের নেতৃত্বে ওইদিন ২০-২৫ জন অস্ত্রধারী গুলি ছুড়তে ছুড়তে বাদীর বাড়িতে ঢুকে পড়ে। এ সময় অস্ত্রধারীদের ছোড়া গুলিতে নারী-পুরুষসহ অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। এমনকি হামলাকারীরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারা অন্তত ১৫ রাউন্ড গুলি ছুঁড়েছে বলে দাবি স্থানীয়দের।

এদিকে, অস্ত্রধারীরা নিরস্ত্র লোকজনের ওপর গুলি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন অস্ত্রধারী মুখে মাস্ক পরে বন্দুক দিয়ে একের পর এক গুলি ছুড়ছে। সংখ্যায় তারা ২০ থেকে ২৫ জন হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি ওঠে। এরপর প্রশাসন অভিযানে নামে। মঙ্গলবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানে মালেক পাড়ায় সাইফুল ইসলামের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মামলার ৪ নম্বর আসামি সাইফুল ইসলামের বিরুদ্ধে পুলিশের এসআই সুনয়ন বড়ুয়া অস্ত্র আইনে পৃথক একটি মামলাও করেছেন।

তবে ঘটনার দুদিন পার হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার কিংবা অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “যাদের হাতে অস্ত্র ছিল এবং যারা গুলি চালিয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।”

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। আশা করছি, শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

This will close in 6 seconds

পেকুয়ায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া রুপালী বাজার পাড়ায় ১১ একর লবণমাঠের বিরোধকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় ১৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এছাড়া মামলায় ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত সোমবার (২৪ মার্চ) রুপালী বাজার পাড়ার নুরুন্নবীর পুত্র মোহাম্মদ ইসমাঈল বাদী হয়ে পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন:
উজানটিয়া ইউপির মালেক পাড়ার মৃত ছাদেক আহমদের পুত্র মোহাম্মদ আবু (৩৫), মৃত আবুল কাসেমের পুত্র ফরহাদ ইকবাল (৪০), তার ভাই নেওয়াজ (৩৩), রিমন (৪৫), মৃত হাবিবুর রহমানের পুত্র সাইফুল ইসলাম (৪০), মৃত বন্দন আলীর পুত্র সুমন (৫০), আবু তাহেরের পুত্র মো. জায়েদ (৩৩), তার ভাই সায়েদ (৩৫), মৃত নুরুল হকের পুত্র লুৎফুর রহমান (৫৫), মৃত জাফর আলমের পুত্র জোমলাত (৪০), মৃত ছৈয়দ আহমদের পুত্র আরিফ আহমদ (৬০), মৃত আক্কাসের পুত্র মো. জাবেল (৪০), মৃত মনির আহমদের পুত্র আরফাত (৩৮) ও মৃত বাহাদুরের পুত্র নবাব শরীফ (৩০)।

জানা গেছে, গত ২৪ মার্চ সকালে ১১ একর লবণমাঠ দখলকে কেন্দ্র করে রুপালী বাজার পাড়ায় নিরস্ত্র নারী-পুরুষের ওপর অতর্কিত গুলি ছোঁড়ে প্রতিপক্ষের লোকজন। মালেক পাড়ার মোহাম্মদ আবু ও ফরহাদ ইকবালের নেতৃত্বে ওইদিন ২০-২৫ জন অস্ত্রধারী গুলি ছুড়তে ছুড়তে বাদীর বাড়িতে ঢুকে পড়ে। এ সময় অস্ত্রধারীদের ছোড়া গুলিতে নারী-পুরুষসহ অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। এমনকি হামলাকারীরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারা অন্তত ১৫ রাউন্ড গুলি ছুঁড়েছে বলে দাবি স্থানীয়দের।

এদিকে, অস্ত্রধারীরা নিরস্ত্র লোকজনের ওপর গুলি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন অস্ত্রধারী মুখে মাস্ক পরে বন্দুক দিয়ে একের পর এক গুলি ছুড়ছে। সংখ্যায় তারা ২০ থেকে ২৫ জন হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি ওঠে। এরপর প্রশাসন অভিযানে নামে। মঙ্গলবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানে মালেক পাড়ায় সাইফুল ইসলামের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। মামলার ৪ নম্বর আসামি সাইফুল ইসলামের বিরুদ্ধে পুলিশের এসআই সুনয়ন বড়ুয়া অস্ত্র আইনে পৃথক একটি মামলাও করেছেন।

তবে ঘটনার দুদিন পার হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার কিংবা অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “যাদের হাতে অস্ত্র ছিল এবং যারা গুলি চালিয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।”

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। আশা করছি, শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”