মহেশখালীর কালারমারছড়ায় কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গুলিতে এক লবণচাষী নিহত হয়েছে। নিহত চাষীর নাম শফিউল আলম (২৯)।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সকাল ১১ টায় উপজেলার কালারমারছড়া চিকনিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইছার হামিদ।
নিহতের ভাই মনিরুল আলম জানান, কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা লোকালয় থেকে প্যারাবনের দিকে পালিয়ে যাচ্ছিল, এসময় লবণ মাঠে কাজ করছিল শফিউল। শফিউল সন্ত্রাসীদের দেখে ফেলায় সে কোস্ট গার্ডকে বলে দিবে এই ভয়ে সন্ত্রাসীরা শফিউল কে গুলি করে। আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউল কে মৃত ঘোষণা করে।
এই বিষয়ে কোস্ট গার্ড এর বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, কালারমারছড়ায় সন্ত্রাসীদের কোস্ট গার্ডের ধাওয়াকে কেন্দ্র করে গুলিতে একজন নিহত বলে জানতে পেরেছি, আমি ঘটনাস্থলে যাচ্ছি বিস্তারিত তথ্য নিয়ে পরে জানানো হবে।
নিহত শফিউল আলম চিকনিপাড়া এলাকার মৃত নজির আহমদ এর পুত্র।
নিজস্ব প্রতিবেদক : 




















