সব সাংবাদিক আমার কাছে সমান,সাংবাদিকদের নিয়ে আমি কোন গ্রুপিংয়ে জড়াবো না। কোন অন্যায় অবিচারকে বিন্দু মাত্র প্রশ্রয় দেওয়া হবেনা।পূর্বের স্টেশনে মাদক জিরো টলারেন্সে এনে ছিলাম।চকরিয়াতেও মাদক জিরো টলারেন্স ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম।
বুধবার ১২ মার্চ বিকালে চকরিয়া মডেল থানা কনফারেন্স রুমে প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, চাকরি জীবনে
সাংবাদিকরা পজিটিভ ছাড়া নেগেটিভ এখন পর্যন্ত
লিখে নাই।বিষয়টি নিয়ে আমি গর্ববোধ করি।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি,কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশ এবং সাংবাদিকদের সাথে নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা।এবং চকরিয়ার মানুষকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চকরিয়া থানার ওসি তদন্ত ইয়াছিন মিয়া,সঞ্চালনা করেন চকরিয়া থানার অপারেশন অফিসার খাইরুল আলম।
সভায় সাংবাদিকরা চকরিয়ার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পরামর্শ দেন।
এসময় চকরিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।