সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেমন খুশি তেমন খুশি সাজে ব্যঙ্গাত্মক করার প্রতিবাদে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ সোলাইমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টেকনাফ পৌর বিএনপি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে পৌর শহরের প্রধান সড়কে বিভিন্ন স্লোগানে ওই অধ্যক্ষের পদত্যাগের দাবি করেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, কক্সবাজার সরকারি কলেজে বেগম খালেদা জিয়াকে যেমন খুশি তেমন সাজে ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করা হয়েছে, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে, অনতিবিলম্বে অধ্যক্ষ সোলাইমানের পদত্যাগের দাবি জানাচ্ছি, দাবি মেনে না নেওয়া হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু, জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল্লাহ, শাহ আলম, বিএনপি নেতা হাজী জাবেদ হাসান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন, পৌর যুবদলের আহবায়ক আবদুল শুক্কুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ,আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পৌর শাখার আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রহমত উল্লাহ, পৌর ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান, সি: যগ্ম আহবায়ক তারেক আহমদ সাগর প্রমুখ।