কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি “ল এ্যালমনাই এসোসিয়েশন” এর এক জরুরী সভা কলাতলীস্থ রেইন ড্রপ রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় ওই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত জরুরী সভায় সভাপতিত্ব করেন ১ম ব্যাচের ছাত্র অ্যাডভোকেট মারুফ বিন কবির এবং সঞ্চালনা করেন ১ম ব্যাচের ছাত্র আতিকুল ইসলাম।
সভার সকলের মতামতের ভিত্তিতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল এ্যালমনাই এসোসিয়েশনের কার্যক্রম কে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী চার মাসের জন্য ১৮ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটিতে ১ম ব্যাচের ছাত্র অ্যাডভোকেট রমিজ কামাল কে আহবায়ক এবং ৩য় ব্যাচের ছাত্র অ্যাডভোকেট আরিফ মাহমুদ কে যুগ্ম আহবায়ক ও চতুর্থ ব্যাচের ছাত্র অ্যাডভোকেট শাহ মো: নওশাদ শুভকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিউলি দে,অ্যাডভোকেট মাসুদ কায়সার,অ্যাডভোকেট রুপু এ্যানি, অ্যাডভোকেট ইমরানুল হক, অ্যাডভোকেট খুরশেদ বাবু, নরসি ইসলাম, শাফকাত শাহরিয়ার, অ্যাডভোকেট আরিফ হাসান, মুফাজ্জল হোসেন তুহিন,অ্যাডভোকেট শহিদুল্লাহ কায়সার, মো : হামিদুল ইসলাম হামিদ, মুক্তাদিল জয়, ওমর ফারুক শান্ত।
সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম মুন্না,অ্যাডভোকেট আরিফ মাহমুদ , অ্যাডভোকেট তারেক আজিজ রানা, অ্যাডভোকেট মুফিজুর রহমান, অ্যাডভোকেট নুরুল মুস্তফা আকাশ, অ্যাডভোকেট খুরশেদ বাবু,অ্যাডভোকেট বেলাল উদ্দীন, অ্যাডভোকেট শহিদুল্লাহ কায়সার, অ্যাডভোকেট আরিফ হাসান,অ্যাডভোকেট শেফায়ত উল্লাহ, তাহেরুল ইসলাম, নুর মোহাম্মদ সায়েম, মুহিবব্বুলাহ, লিয়াকত আলি মিয়া সাদ্দাম, হুমায়ুন কবির, আবু হেনা, রাজিবুল হক চৌধুরী রাজ, ওমর ফারুক শান্ত, জুনায়েদ সহ সকল ব্যাচের প্রতিনিধিগণ।