পরিবেশীবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ১০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ড নুনিয়া ছড়ার পানির কূয়া এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কক্সবাজার পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড সাগর ও বাঁকখালীর পাড়ে হওয়ায় শীতের তাপমাত্রা বাড়ছে ফলে শীতের তাপমাত্রা থেকে পরিত্রাণ দিতে এই শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন গ্রীন ভয়েস কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম সাহেদ।
এই সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কক্সবাজার জেলার আকিবুল ইসলাম, রাকিব উদ্দিন, মুহাইমিনুল্লাহ রানিম,ইফতেহাল ইশরাক, উম্মোল বকেয়া মৌ, আঁখি মোস্তফা, জান্নাতুল প্রিয়া, নাজিমা আক্তার বেবি, নাদিয়া ইসলাম, তাসনোভা তৃষা সহ নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 






















