কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ায় উচ্ছেদ ইস্যুতে উদ্বিগ্ন জনগণের উদ্দেশ্যে আশ্বাস দিয়েছেন কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)।
তিনি বলেছেন, মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়া কোনো সমাধান নয়; বরং জরাজীর্ণ বসতভিটা সংস্কার ও নিরাপদ আবাসনের স্থায়ী ব্যবস্থা করাই হবে অগ্রাধিকার।
রবিবার (২৫ জানুয়ারি) কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ভিপি বাহাদুর বলেন, “দীর্ঘদিন ধরে যারা বসবাস করছেন, তাদের উচ্ছেদের নামে হয়রানি করা অনুচিত। পরিকল্পিত নগরায়ন, ঝুঁকিপূর্ণ ঘর সংস্কার এবং পুনর্বাসনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।”
তিনি আরও বলেন, অবৈধ দখল ও পরিবেশ ঝুঁকির বিষয়গুলো আইন ও মানবিকতার সমন্বয়ে সমাধান করতে হবে। প্রয়োজনে বিকল্প বাসস্থান, সুদমুক্ত গৃহসংস্কার ঋণ এবং সরকারি–বেসরকারি সমন্বয়ে আবাসন প্রকল্প গ্রহণের কথাও জানান তিনি।
ভিপি বাহাদুর বলেন, নির্বাচিত হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নেবেন এবং কোনো পরিবারকে মানবিক সংকটে ঠেলে দেওয়া হবে না—এটাই তার অঙ্গীকার।
এর আগে তিনি কক্সবাজার শহরের পৌর ২নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন এবং সেখানে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে সৎ, ন্যায্য ও দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা জরুরি। তিনি ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, ভোক্তার অধিকার সংরক্ষণ এবং পণ্যের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ভিপি বাহাদুর আরও বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং হয়রানিমুক্ত ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করা হবে। পাশাপাশি স্থানীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ শহিদুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক এজাবতুল্লাহ কুতুবী, কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড সভাপতি ফোরকানুর রশিদ, ২নং ওয়ার্ড সভাপতি ডা. ফরিদুল আলম এবং ৩নং ওয়ার্ড সভাপতি এম এ মোজাম্মেল হক।
বার্তা পরিবেশক 





















