ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে ১৮ জন প্রার্থী চূড়ান্ত ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
প্রার্থীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল হামিদুর রহমান আযাদ ও বিএনপির মৎসজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কেন্দ্রীয় নেতা। ১, ২ ও ৩ আসনে এ তিনজন হেভী ওয়েট প্রার্থী।
বৃহস্পতিবার প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন।
কক্সবাজার ১ আসনে সালাউদ্দিন আহমদ চকরিয়ার কোনাখালী থেকে তার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন। এসময় তিনি ধানের শীষে ভোট দিয়ে গনতন্ত্র ও উন্নয়ন তরান্বিত করার আহবান জানান।
কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের প্রার্থী হামিদুর রহমান আযাদ প্রচারণা শুরু করেন মাতারবাড়ি ইউনিয়ন থেকে। এসময় তিনি দাড়িপাল্লায় ভোট চান এবং ভুল তথ্য দিয়ে বিভ্রাত করা হচ্ছে বলে অভিযোগ করেন।
পাশাপাশি কক্সবাজার ৩ আসনে লুৎফুর রহমান কাজল শহরের কুতুবদিয়া পাড়া থেকে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। বদর মোকাম,বাজারঘটা, এসএমপাড়াসহ কয়েকটি স্থানে করেন নির্বাচনী পথসভা কালে তিনি বলেন,বিএনপি শান্তির পক্ষে তাই ধানের শীষে ভোট দিন।
অপরদিকে কক্সবাজার ৪ আসনে উখিয়া-টেকনাফ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএবপির সভাপতি শাহজাহান চৌধুরী, অন্যদিকে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারী। তাই প্রধান দুই দলের জেলার শীর্ষ নেতাদের মধ্যে মর্যাদার লড়াই। এ আসনেও প্রচারণা শুরু করেছেন এ দুই প্রার্থী। কক্সবাজার- ৩ আসনে জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর,কক্সবাজার ২ আসনে বিএনপি প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার ১ আসনে জামায়াতের আব্দুল্লাহ আল ফারুকসহ অন্যান্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।
নিজস্ব প্রতিবেদক 























