চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবীতে “Chattogram to Cox’s Bazar We Run for 6 Lane” শীর্ষক ৫ কিলোমিটার ম্যারাথন ইভেন্ট আয়োজন করে রামু রানার্স কমিউনিটি নামের সংগঠন।
শনিবার ভোর সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হয় এই ম্যারাথন।
আয়োজকের জানান,ইভেন্টের মূল উদ্দেশ্য হলো-চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার যৌক্তিক দাবির পক্ষে জনসচেতনতা সৃষ্টি, সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ যাতায়াতের গুরুত্ব তুলে ধরা এবং তরুণ সমাজকে স্বাস্থ্যসম্মত ও শান্তিপূর্ণ সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করা।
আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নিবার্হী অফিসার ফজলুল করিম রাব্বি।
বিশেষ অতিথি ছিলেন নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান রেজাউল করিম রেজা।
এসময় বক্তারা বলেন,
চট্টগ্রাম-কক্সবাজারের যে মহাসড়ক নিয়ে এই ইভেন্টে যে দাবী তোলা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই নিরব আন্দোলনের মাধ্যমে সরকারকে ৬ লেনের যে দাবী বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান তারা।
রামু রানার্স কমিউনিটি সংগঠক রবিউল হাসান রাশেদ জানান, রামুর মানুষের প্রাণের দাবী চট্টগ্রাম-কক্সবাজার ৬লেনে উন্নতিকরন। আমরা মূলত আমাদের এই প্রাণের দাবীর জন্য সরকারকে নিরব আন্দোলনের তুলে ধরছি।
উক্ত আয়োজনের দৌড়বিদ হিসাবে প্রথম স্থান অর্জন করেন খরুলিয়ার সাখাওয়াত হোসেন, দ্বিতীয় স্থান অর্জন করেন রাজারকুলের সাদেক আব্দুল্লাহ, তৃতীয় স্থান অর্জন করেন গর্জনিয়ার শাহেরিয়া আদনান শাওন।
পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক 























