ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে: মানতে হবে পুলিশী নির্দেশনা, বার বন্ধ থাকবে শোক পালন: সাগরতীরের তারকা হোটেলগুলোতে থার্টি-ফার্স্টের আয়োজন বাতিল চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা রুমিন ফারহানা-নীরবসহ ৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সেন্টমার্টিনগামী জাহাজে যৌথ অভিযান কোস্টগার্ডের খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক খালেদা জিয়ার স্মৃতিচিহ্ন এবং একটি চেয়ার বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক খালেদার সেবাসঙ্গী ফাতেমা খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

অন্য দেশের নাম নিয়ে নিজ দেশের মানুষকে হামলা লজ্জার: কক্সবাজারে সংস্কৃতি কর্মীরা

“অন্যদেশের নাম নিয়ে নিজ দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলো-ডেইলি স্টারের উপর হামলা করেছেন, ঐতিহ্যবাহী ছায়ানট ও সবচেয়ে সোচ্চার উদীচীর উপর হামলা করছেন-যারা আপনাদের দেশের মানুষ”

এসব লজ্জার মন্তব্য করে কক্সবাজার জেলা উদীচীর সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, বিশ্বের কাছে মাথা নিচু হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটাচ্ছেন আপনারা।

সোমবার বিকেলে কক্সবাজার পৌরসভা চত্বরে প্রতিবাদী এক সাংস্কৃতিক সমাবেশে জড়ো হন কক্সবাজারের ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন গুলো।

এসময় গান কবিতা ও নৃত্যের মাধ্যমে তারা জুলাই যোদ্ধা হাদি হত্যা, পুড়িয়ে ময়মনসিংহে দিপু ও শিশু আয়েশা হত্যা, প্রথম আলো ডেইলি স্টার ও ছায়ানট-উদীচীতে হামলার ঘটনা গুলোর নিন্দা জানান।

জাসাসের সাধারণ সম্পাদক আরাফাত সাইফুল আদর বলেন, “হাদির রক্তের উপর দাঁড়িয়ে আপনারা হাদির আদর্শের সাথে বেঈমানী করলেন। হাদি বলেছে পারলে আরো ১০টা প্রথম আলো উদীচী ছায়ানট বানাতে, আর আপনারা তাদের উপর হামলা করছেন”।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কক্সবাজারের সাধারণ সম্পাদক রাজিব কর্মকার। তিনি বলেন, ” ছায়ানট রাজনীতি করেনা, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানবিক মানুষ গড়ার কাজ করে৷ সেখানে হামলা করা অমানবিক”।

এসময় খেলাঘর সংগঠক কলিম উল্লাহ বলেন, ময়মনসিংহে ধর্মের উন্মাদনা ছড়িয়ে যেভাবে মানুষ পুড়িয়ে মারা হলো, এতো মধ্যযুগীয় বর্বরতা। আর যারা এসব মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে কথা বলে, তাদের উপরও হামলা করছে। হাদি হত্যা থেকে শুরু করে গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা এবং মানুষ পুড়িয়ে মারা সবকিছুই একই ষড়যন্ত্রের অংশ হিসেবেই সন্দেহ হচ্ছে।

খেলাঘর সংগঠক ধ্রুব সেন এর সভাপতিত্বে সমাবেশে অংশ নেন ঝিনুকমালা খেলাঘর আসর, সিমুনিয়া খেলাঘর আসর, দরিয়ানগর শিল্পীগোষ্ঠী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, জাসাস, অঁলা ব্যান্ড, ছাইলোক, শ্রুতি আবৃত্তি অঙ্গন, সাংস্কৃতিক ইউনিয়ন, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে: মানতে হবে পুলিশী নির্দেশনা, বার বন্ধ থাকবে

This will close in 6 seconds

অন্য দেশের নাম নিয়ে নিজ দেশের মানুষকে হামলা লজ্জার: কক্সবাজারে সংস্কৃতি কর্মীরা

আপডেট সময় : ০৮:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

“অন্যদেশের নাম নিয়ে নিজ দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলো-ডেইলি স্টারের উপর হামলা করেছেন, ঐতিহ্যবাহী ছায়ানট ও সবচেয়ে সোচ্চার উদীচীর উপর হামলা করছেন-যারা আপনাদের দেশের মানুষ”

এসব লজ্জার মন্তব্য করে কক্সবাজার জেলা উদীচীর সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, বিশ্বের কাছে মাথা নিচু হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটাচ্ছেন আপনারা।

সোমবার বিকেলে কক্সবাজার পৌরসভা চত্বরে প্রতিবাদী এক সাংস্কৃতিক সমাবেশে জড়ো হন কক্সবাজারের ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন গুলো।

এসময় গান কবিতা ও নৃত্যের মাধ্যমে তারা জুলাই যোদ্ধা হাদি হত্যা, পুড়িয়ে ময়মনসিংহে দিপু ও শিশু আয়েশা হত্যা, প্রথম আলো ডেইলি স্টার ও ছায়ানট-উদীচীতে হামলার ঘটনা গুলোর নিন্দা জানান।

জাসাসের সাধারণ সম্পাদক আরাফাত সাইফুল আদর বলেন, “হাদির রক্তের উপর দাঁড়িয়ে আপনারা হাদির আদর্শের সাথে বেঈমানী করলেন। হাদি বলেছে পারলে আরো ১০টা প্রথম আলো উদীচী ছায়ানট বানাতে, আর আপনারা তাদের উপর হামলা করছেন”।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কক্সবাজারের সাধারণ সম্পাদক রাজিব কর্মকার। তিনি বলেন, ” ছায়ানট রাজনীতি করেনা, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানবিক মানুষ গড়ার কাজ করে৷ সেখানে হামলা করা অমানবিক”।

এসময় খেলাঘর সংগঠক কলিম উল্লাহ বলেন, ময়মনসিংহে ধর্মের উন্মাদনা ছড়িয়ে যেভাবে মানুষ পুড়িয়ে মারা হলো, এতো মধ্যযুগীয় বর্বরতা। আর যারা এসব মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে কথা বলে, তাদের উপরও হামলা করছে। হাদি হত্যা থেকে শুরু করে গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা এবং মানুষ পুড়িয়ে মারা সবকিছুই একই ষড়যন্ত্রের অংশ হিসেবেই সন্দেহ হচ্ছে।

খেলাঘর সংগঠক ধ্রুব সেন এর সভাপতিত্বে সমাবেশে অংশ নেন ঝিনুকমালা খেলাঘর আসর, সিমুনিয়া খেলাঘর আসর, দরিয়ানগর শিল্পীগোষ্ঠী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, জাসাস, অঁলা ব্যান্ড, ছাইলোক, শ্রুতি আবৃত্তি অঙ্গন, সাংস্কৃতিক ইউনিয়ন, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।