শহীদ হাদি স্মরণ ও জাতীয় শোক দিবসে কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত এক আলোচনা সভায় জুলাই গনঅভ্যুত্থানের পক্ষে দলমত নির্বিশেষে সব ধরনের মতপার্থক্য ভুলে গিয়ে একতাবদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার উপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ও জাতীয় শোক দিবসে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শহীদ হাদি ছিলেন ক্ষণজন্মা একজন বীর। ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদী এক বলিষ্ঠ কন্ঠস্বর। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে হাদী ছিলেন আপোষহীন। দেশে ইনসাফ ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নে অটল এই সাহসী বীর, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন। তাঁর রেখে যাওয়া অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে জাতি অঙ্গীকারাবদ্ধ।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এ এস এম সুজা উদ্দীন, এনসিপির কক্সবাজার জেলা আহ্বায়ক প্রফেসর আখতারুল আলম, সদস্য সচিব ওমর ফারুক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল আলম, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্ দৌলা দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান শামসুল হক শারেক, সিনিয়র সাংবাদিক এডভোকেট আবু সিদ্দিক ওসমানী, বাংলা ভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মোর্শেদুর রহমান খোকন এটিএন বাংলার স্টাফ করেসপন্ডেন্ট মোয়াজ্জেম হোসেন শাকিল সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, যুগান্তর প্রতিনিধি জসিম উদ্দিন সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি আজিজ রাসেল, দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি শাহেদ ইমরান মিজান সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য জিয়াউল করিম,স ম ইকবাল বাহার চৌধুরী বাংলাদেশ প্রতিদিনের টেকনাফ প্রতিনিধি আব্দুস সালামসহ অন্যান্যরা।
সাংবাদ বিজ্ঞপ্তি: 






















