কারো হাত নেই, কারো পা নেই, কেউ আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন,আবার কেউ কেউ দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার।
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৩৭টি পরিবারের মাঝে দেয়া হয়েছে ১ কোটি ৭৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ, ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালে কক্সবাজার জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহম্মেদ। এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক কর্মপ্রয়াস। এই আর্থিক সহায়তা তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ.মান্নান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে কতৃপক্ষ।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিআরটিএ পরিচালক মো, মাসুদ আলম, সহকারী পরিচালক মো. কামরু জ্জামান, কক্সবাজার সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী,
সিভিল সার্জন প্রতিনিধি ডা.মহিউদ্দীন মো. আলমগীর, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম হেলালী, শ্রমিক নেতা আবুল কালাম আবু, আহত ও নিহত পরিবারের স্বজনরা বক্তব্য রাখেন।
বিআরটিএ সূত্র জানায়, দুর্ঘটনায় আহত পরিবারের সদস্যদের সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুদানের চেক গ্রহণ করে নিহত ও আহত পরিবারের সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, প্রিয়জন হারানোর শোক কখনো পূরণ হবার নয়, তবে এই সহায়তা চিকিৎসা, পুনর্বাসন ও জীবন চালিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
গেলো এক বছরের মহাসড়কের কক্সবাজার অংশে দূর্ঘটনায় প্রাণ গেছে ৩২ জনের।
সর্বশেষ গেলো ৫ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালায় মারছা পরিবহন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের একই পরিবারের ছয়জন নিহত হয়।
নিজস্ব প্রতিবেদক: 






















