কক্সবাজার শহরের বিশিষ্ট সমাজ সেবক, হাশেমিয়া আলিয়া মাদ্রাসার রেক্টর মরহুম মাওলানা মোজাহের আহমদের কনিষ্ঠ পুত্র আবু সালেহ মোহাম্মদ ইলিয়াস মারা গেছেন।
শনিবার সকাল ৭ টা ১৫ মিনিটে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন। তিনি এ হাসপাতালে দুইদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।
তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র, ১ কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড়পুত্র আবু সাহেল মোহাম্মদ নোমান ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্তব্যরত আছেন । তিনি প্রাক্তন সোনালী ব্যাংক কর্মকর্তা আবু ইউছুপ মোহাম্মদ ইয়াহিয়ার ছোটো ভাই। মরহুম আবু সালেহ মোহাম্মদ ইলিয়াস ছিলেন কক্সবাজার মহকুমা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক।
শনিবার রাত ৮ টা ৩০ মিনিটে হাশেমিয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সকাল ১০ টায় চট্টগ্রামের কাতালগঞ্জ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
মরদেহ বিকেল ৩ টা নাগাদ শহরের প্রধান সড়ক লাগোয়া রুমালিয়ার ছড়ার নীজবাড়িতে পৌঁছাবে বলে স্বজনেরা জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : 






















