সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া।
চকরিয়ার সাহারবিলে খেলা শেষে বাড়ির আঙ্গিনার পুকুরে গোসল করতে গিয়ে মোহাম্মদ নোমান (৬) ও জান্নাতুল ফেরদৌস(৮)নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু নোমান ওই আব্দুল মাবুদের ছেলে ও জান্নাতুল ফেরদৌস একই এলাকার বেলাল উদ্দিনের শিশু মেয়ে।
সাহারবিল ৭নং ওয়ার্ডের এমইউপি সদস্য জমির উদ্দিন জানিয়েছেন, তারা দুই শিশু সহ তারা কয়েকজন শিশু খেলা করছিল।পরে শিশু জান্নাতুল ফেরদৌসের বাড়ির পাশের একটি ছোট পুকুর থেকে বেলা সাড়ে ১১টার দিকে দুইজনের মৃত দেহ উদ্ধার করা হয়।
একইদিন বাদে এশা দুই শিশুর জানাযা একসাথে স্থানীয় মসজিদে সম্পন্ন হয়।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, শিশুর মৃত্যু সংবাদটি চকরিয়া থানার ওসিকে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া 























