ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই কক্সবাজারে নেমে এসেছে শীতের অনুভূতি। সমুদ্রের ধারের হিমশীতল বাতাস, শহুরে হাওয়ার সঙ্গে মিশে থাকা শীতের ছোঁয়া যেন প্রকৃতিকে করে তুলেছে অন্য রকম।
ভোরে পাহাড়–সমুদ্রের মাঝ দিয়ে বইতে থাকা ঠান্ডা বাতাস, দুপুরে রোদ কমে আসা, আর সন্ধ্যায় আলগোছে নেমে আসা কুয়াশার আবছা চাদর—সব মিলিয়ে সমুদ্র শহর কক্সবাজার এখন শীতের দখলে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন,কক্সবাজারে বর্তমানে অন্যান্য বছরের তুলনায় এবার বেশি শীত পড়ছে। এই শীত স্থায়ী হতে পারে পুরো ডিসেম্বর মাস জুড়েই।
যদিও কক্সবাজারে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, তবে ভোর ও সন্ধ্যায় কুয়াশার হালকা পর্দায় ঢাকা থাকতে পারে পরিবেশ।এমন অবস্থায় যানবাহন ও বিমান চলাচলে সতর্কতা অবলম্বন জরুরি বলে জানান এই আবহাওয়াবিদ।
শহুরে হাওয়ার সঙ্গে মিশে থাকা সমুদ্রের শীত। আর সেই স্নিগ্ধ আবহে রঙিন হয়ে উঠছে কক্সবাজার। প্রকৃতির এই ঋতু–বদলের সঙ্গেই চলছে পর্যটনের ভরা মৌসুম। তাই ঘুরতে আসার আগে প্রস্তুতি নিন, আর উপভোগ করুন শীতের এই বিশেষ সমুদ্র–অভিজ্ঞতা এমনই বলছেন কক্সবাজারের মানুষেরা।
আফজারা রিয়া 




















