কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জ্বল বলেছেন, দীর্ঘ দিন পর কক্সবাজার প্রেসক্লাব স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলাই বিল্পবের মাধ্যমে বাংলাদেশ যে নতুন ভাবে বাকস্বাধীনতা ফিরে পেয়েছে, সে বাকস্বাধীনতা দেশের মানুষের কথা বলবে। নতুন বাংলাদেশে গনতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসছে, আর সে গনতান্ত্রিক ব্যবস্থার কথা তুলে ধরবে সাংবাদিক সমাজ।
সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবের হল রুমে প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে কক্সবাজার জেলা যুবদলে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে কালে এসব কথা বলেন।
পাশাপাশি কক্সবাজার প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দ কক্সবাজারের আপামর মানুষের মুখপাত্র হয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এড. সৈয়দ আহমদ উজ্জ্বল
কক্সবাজার জেলা যুবদল কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল, কক্সবাজার প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী, কার্য নির্বাহী সদস্য আবু ছিদ্দিক ওসমানী ও শামসুল হক শারেক।