আসছে মন্থা। এটি একটি ঘূর্ণিঝড়। তবে মন্থা এখনো ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে তীব্র গরমের পর রোববার (২৬ অক্টোবর) দুপুর ২ টা ৪৫ মিনিট থেকে কক্সবাজারে বৃষ্টিপাত শুরু হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, বর্তমানে গভীর নিম্নচাপটি কক্সবাজার থেকে ১২৭০ কিমি দক্ষিণে অবস্থান করছে।
এটি আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় এবং পরে তীব্র ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে।
“এটি ভারতের অন্ধ্র প্রদেশ দিয়ে আগামি ২৮ অক্টোবর রাত বা ২৯ অক্টোবর সকালে উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে আমরা কিছু বৃষ্টিপাত পেতে পারি।” জানিয়েছেন আবহাওয়াবিদ।
এখন সাগরে ১ নং দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহ কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘মন্থা’। এই নাম দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ ‘সুন্দর ফুল’।
ভারত মহাসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, সেগুলোর নাম আগে থেকেই ঠিক করে রেখেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। পর্যায়ক্রমে এবার থাইল্যান্ডের দেওয়া নাম অনুসারে নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 






















