বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিনত হতে পারে বলে ধারণা করছে আবহওয়া দপ্তর।
কক্সবাজার আবহাওয়া দপ্তরের সহকারি আবহাওয়াবিদ, আব্দুল হান্নান জানিয়েছেন, গভীর নিম্নচাপটি কক্সবাজার থেকে ১২৭০ কিমি দক্ষিণে অবস্থান করছে। এটি আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় এবং পরে তীব্র ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে।
তিনি জানান, এটি ভারতের অন্ধ্র প্রদেশ দিয়ে আগামি মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত বা বুধবার (২৯ অক্টোবর ) সকালে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে।
এদিকে গভীর নিম্নচাপের কারণে কক্সবাজারসহ ৪ সমুদ্র বন্দরকে ১ নং দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহ কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 






















