রামুর বৃহত্তর গর্জনিয়ার প্রয়াত চেয়ারম্যান ইসলাম মিয়া চৌধুরীর দ্বিতীয় সন্তান হাবিব উল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
তাঁর শারীরিক নানা জটিলতার মধ্যে এই মুহূর্তে কিডনির সমস্যাই সবচেয়ে প্রকট বলে জানিয়েছেন ছেলে সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।
তিনি জানান- তাঁর বাবা হাবিব উল্লাহ চৌধুরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগে চিকিৎসাধীন। এর আগে গত এক মাস ধরে কক্সবাজার সদর হাসপাতাল, ইউনিয়ন হাসপাতাল, চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল ও সার্জিস্কোপ হসপিটাল ইউনিট-২’তে
ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি নানা জটিলতায় ভূগছিলেন। বাবার সুস্থতায় সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক: 



















