ইউএস- বাংলা এয়ারলাইন্স ‘ পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’ সম্মেলন সম্পন্ন হয়েছে। এভিয়েশন ইন্ডাস্ট্রির ইতিহাসে দেশের বাইরে প্রথমবারের মত সারা দেশ থেকে ৩০০ শীর্ষ ট্রাভেল এজেন্টদের নিয়ে আয়োজন করে এই সম্মেলন,যা একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে দাবি সংস্থাটির। এজেন্ট গুলোর মধ্যে পারফরমেন্স এর ভিত্তিতে ৪০টি ট্রাভেল এজেন্টকে পুরষ্কৃত করা হয় এবং কাজের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।
মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে ৩ দিনব্যাপী ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’ আয়োজন করে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
উক্ত পার্টনার রিট্রিট অনুষ্ঠানে ইউএস বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার জোনে বেস্ট পার্টনার এ্যাওয়ার্ড পেলেন “আল তাসাফি ট্যুরস এন্ড ট্রাভেলস”। স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্বারক গ্রহণ করেন প্রতিষ্টানটির স্বত্বাধিকারী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। উক্ত অনুষ্ঠানে তিনি তার শুভেচ্ছা বক্তব্যে এয়ারলাইন্সের এমডি, হেড অব মার্কেটিং এন্ড সেলস এবং কক্সবাজার জোন ম্যানেজার – মাসুদ কাইসার রানা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন, ট্রাভেল বিষয়ক পত্রিকা দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস-বাংলার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএস-বাংলা এয়ারলান্সের জেনারেল ম্যানেজার- জনসংযোগ মো. কামরুল ইসলাম।