কক্সবাজারের উখিয়ায় মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ৯টি পূজামণ্ডপে ঢাকের বোল, কাঁসর ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে উৎসবের সূচনা হয়।
মণ্ডপ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রতিটি পরিবারে চলছে আনন্দ-উচ্ছ্বাস আর পূজার প্রস্তুতির ব্যস্ততা।
উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব-১৫ নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উখিয়ার ৯টি পূজামণ্ডপেই মোতায়েন করা হয়েছে র্যাব সদস্য। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে কাজ করছে বিশেষ সাইবার মনিটরিং টিম।
রোববার রাতে কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন র্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। তিনি সাংবাদিকদের বলেন, “উৎসবজুড়ে র্যাব সদস্যরা মাঠে সক্রিয় থাকবে। স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা হবে।”
তিনি জানান, পূজার পুরো সময়জুড়েই বাড়তি নজরদারি থাকবে এবং প্রতিমা বিসর্জনের দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।