‘ভিউ বাণিজ্যের জন্য নারীদের আপত্তিকর প্রশ্ন!’ শিরোনামে গত রবিবার (১৪ সেপ্টেম্বর) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দি টেরিটোরিয়্যাল নিউজ- টিটিএন।
টিটিএনের নিজস্ব প্রতিবেদক আফজারা রিয়ার লেখা সাড়া ফেলে দেওয়া ঐ প্রতিবেদনে ‘মায়াশালিক’ নামে আলোচিত এমন এক ফেসবুক পেজের চিত্র ফুটে উঠে যেটিতে এক যুবক ‘আপত্তিকর’ প্রশ্ন করে নারীদের বিব্রত করছেন।
প্রতিবেদন প্রকাশের পরপরই ভিডিও বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেন সেই কন্টেন্ট ক্রিয়েটর রিদুয়ানুল হক মাহিন।
এবার আলোচিত ‘মায়াশালিক’ পেজ ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে বলে জানিয়েছেন মিজবাহ উদ্দিন নামে এক প্রযুক্তি বিশেষজ্ঞ।
তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘ভাইরাল Mayashalik পেইজ টি রিমোভ করে দেয়া হয়েছে। যদিও আমার ক্লায়েন্ট ছিল। আমি বেশ কয়েকবার সতর্ক করেছিলাম, এর পরেও কয়েকটা রুচিহীন কন্টেন্ট দেখলাম। যাইহোক, ভালো হয়ে ফিরে আসতে পারলে গুডলাক।’
এদিকে নেটিজেনরা টিটিএনকে প্রতিবেদনটির জন্য সাধুবাদ জানিয়েছেন।
তারা মনে করছেন, সমাজের বাস্তবতায় ‘সামাজিক যোগাযোগ মাধ্যম’ ফেসবুকের নিউজফিড এখন অরুচিশীল, মানহীন থেকে শুরু করে নেতিবাচক কন্টেন্টের কারখানায় পরিণত হয়েছে।
সামাজিক অবক্ষয় রুখতে টিটিএনের মতো বহুল প্রচারিত ডিজিটাল এবং মানসম্মত আধুনিক গণমাধ্যমগুলো সোচ্চার ভূমিকা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা নেটিজেনদের।
জ্যেষ্ঠ প্রতিবেদক 



















